ল্যাম্পপোস্ট থাকলেও জ্বলে না আলো,দীর্ঘদিনের অভিযোগ,প্রাণের ঝুঁকি নিয়ে রাতে চলাচল,ক্ষোভে ফুঁসছে শান্তিপুরবাসী
স্নেহাশীষ মুখার্জি,মানুষের মতামত:সন্ধ্যা নামলেই অন্ধকার,বাতির স্তম্ভ থাকলেও তাতে জ্বলে না আলো এমনটাই চিত্র নদীয়ার শান্তিপুর পৌরসভার শ্মশানে যাবার রাস্তার,শহরের ২৩ নং ওয়ার্ড শেষ করে মুন্সির পুল থেকে হাউস সাইড পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তার এই দশা! হরিপুর গ্রাম পঞ্চায়েতের দুটি এলাকার বাতি স্তম্ভেও জ্বলে না আলো।অন্ধকারে যাতায়াত করতে গিয়ে বিপদ বাড়ছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে অটো টোটো চালকদের।শ্মশানে যাওয়ার রাস্তায় দীর্ঘ ছয়-সাত দিন ধরে বেশ কয়েকটি বাতি স্তম্ভে আলো জ্বলছে না। নৃসিপুর ফেরিঘাট যাওয়ার রাস্তাও ঘুটঘুটে অন্ধকার।সব মিলিয়ে সন্ধ্যার পর যেন এক ভয়াবহ পরিস্থিতির শিকার হচ্ছেন স্থানীয় পথচারীরা! নিত্যযাত্রীদের বক্তব্য সন্ধ্যায় যেতে ভয় করে,আগে এ রাস্তায় অনেকবার দুর্ঘটনা ঘটেছে,আলো না থাকায় চলাফেরা করতে সমস্যা হচ্ছে।২০২০-২১ অর্থবর্ষে জেলা পরিষদের উদ্যোগে গ্ৰামের সৌন্দর্য রক্ষার পাশাপাশি দুষ্কৃতী দৌরাত্ম রক্ষা করতে ল্যাম্প পোস্টের সূচনা হলেও কিন্তু তারপর থেকেই একে একে খারাপ হতে শুরু করে এই সব ল্যাম্পপোস্টের বাতিগুলি,বর্তমানে 50 থেকে 60 টি লাইট খারাপ হয়ে বন্ধ রয়েছে।
এই প্রসঙ্গে,হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান “মানুষের মতামত”-কে জানান সমস্যার কথা লিখিত আকারে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এবং তিনি নিজেও বিষয়টি জানেন,জেলা পরিষদে বারবার জানানো হলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।তাই আগামীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে গুরুত্ব সহকারে দ্রুত পদক্ষেপ নেয় সে ব্যাপারে অবশ্যই তিনি দেখবেন।