দুবছর পরেও টনক নড়েনি, দুর্বল সেতুতে গাড়ী তুলে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন সরকারী আধিকারিকেরা!
সানি রায়,মানুষের মতামত:জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকেরব্লকের ঝাড় আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন ননাই নদীর ওপর বৃহস্পতিবার সন্ধ্যার ঘটনা।
স্থানিয় সূত্রে জানা গিয়েছে এলাকাটি একদিকে যেমন জঙ্গল ঘেরা জনজাতি গোষ্ঠী অধ্যুষিত এর পাশাপাশি কৃষি প্রধান এলাকা। স্বাভাবিক ভাবেই জেলার কৃষি দফতরের আধিকারিকদের পরিদর্শন চলতেই থাকে সারা বছর ধরে।
এদিন গ্রামের কৃষি কাজের খবর নিতে গ্রামে পৌঁছন জেলার সহকারী কৃষি আধিকারিক। গ্রাম পরিদর্শন সমাপ্ত করে ননাই সেতু দিয়ে দফতরে ফিরতে গিয়েই ঘটে বিপত্তি।দুর্বল ভগ্ন সেতু গাড়ীর ভারে ভেঙে পরার উপক্রম হয়।দ্রুত গাড়ী থেকে নেমে যাওয়ায় প্রাণে বাছেন কৃষি আধিকারিক সহ দফতরের অন্যান্য কর্মীরা।এরপর ঘুর পথে শহরে ফিরতে একপ্রকার বাধ্য হয় এই সরকারী দলটি। এই প্রসঙ্গে ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান রবি রাভা একরাশ হতাশা প্রকাশ করে বলেন, দুবছর আগে যখন এই সেতুটি ভেঙে যায় তখনই ব্লক এবং জেলা প্রশাসনের নজরে এনেছিলাম, আমাকে বলা হয়েছিল দ্রুত নতুন সেতু নির্মাণের কাজ শুরু করা হবে,,,তারপর দু বছর কেটে গেছে, আজকের এই ঘটনার পর যদি কিছু হয়।