নতিডাঙ্গা সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয়
অর্ধেন্দু মালাকার,মানুষের মতামত:নদীয়ার নতিডাঙ্গা সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল। বুধবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এই সমবায় সমিতির মোট ১০৫১ জন সদস্যের মধ্যে কোন বিরোধী প্রার্থী না থাকায়, ৪২ আসনের বোর্ড তৃণমূল এককভাবে দখল করেছে।
সমবায় সমিতির ম্যানেজার দেবরাজ হালদার জানিয়েছেন, নির্বাচনের দিন সকাল থেকেই পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছিল, এবং কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। করিমপুর ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি কার্তিক চন্দ্র মন্ডল জানিয়েছেন, বিরোধীদের উপস্থিতি শূন্য হওয়ায় তাদের জামানত কার্যত জব্দ হয়েছে। বিরোধীশূন্য এই নির্বাচনে তৃণমূলের নিরঙ্কুশ জয় এলাকায় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।