আরব সাগরে জাহাজ ডুবির পর নয় জনকে উদ্ধার ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর
নিজস্ব প্রতিনিধি,মানুষের মতামত:গুজরাটের পোরবন্দর থেকে আনুমানিক 311 কিলোমিটার পশ্চিমে ডুবে যাওয়া জাহাজ থেকে নয়জন ভারতীয় ক্রু সদস্যকে সফলভাবে উদ্ধার করেছে। চ্যালেঞ্জিং সামুদ্রিক পরিস্থিতিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান, মুম্বাই এবং পাকিস্তানের করাচি-এর মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার (MRCCs) সহযোগিতা প্রদর্শন করেছে।
জাহাজটি গুজরাটের মুন্দ্রা থেকে রওনা হয়েছিল এবং ইয়েমেনের সোকোত্রার দিকে যাচ্ছিল, রুক্ষ সমুদ্র এবং অনবোর্ড বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। জাহাজটি পুরোপুরি ডুবে যাওয়ার ঠিক আগে বিকেল ৪টার দিকে উদ্ধার অভিযান শেষ হয়। সমস্ত ক্রু সদস্যদের নিরাপদে ICGS Shoor-এ নিয়ে আসা হয়, যেখানে তাদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছিল এবং তাদের সুস্থ ঘোষণা করা হয়েছিল। নাবিকরা এখন পোরবন্দর হারবারে।