ঝুঁকিপূর্ণ পারাপার,স্থায়ী কংক্রিট ফেরিঘাটের দাবি প্রত্যন্ত গ্রামবাসীদের
হাসানুজ্জামান,মানুষের মতামত:সুন্দরবনের হিঙ্গলগঞ্জের ১১ নম্বর স্যান্ডেলার বিল গ্রাম পঞ্চায়েতের ১১ নম্বর স্যান্ডেলার বিলের ওপারে খেজুর বেরিয়া বিসপুর বাইলানি সহ একাধিক গ্রাম! মাঝখান দিয়ে বয়ে গেছে গৌড়েশ্বর নদী,এপারে রয়েছে স্টেট ব্যাংক,বিডিও অফিস ইলেকট্রিক অফিস,কলেজ সহ একাধিক প্রশাসনিক দপ্তর।আর পারাপারের একমাত্র মাধ্যম ভগ্নদশার এক অস্থায়ী ঘাট যার উপর নির্ভর করে চারটি গ্রাম পঞ্চায়েত সহ একাধিক গ্রামের প্রায় পঞ্চাশ হাজার মানুষের যাতায়াত! এই ১১ নম্বর স্যান্ডেলার বিলের খেয়াঘাট-এর অবস্থা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে!স্থানীয় মানুষজনের অভিযোগ তাদের দৈনন্দিন এই সমস্যার পাশাপাশি আবার কয়েক দিন বাদেই অনুষ্ঠিত হবে বিষ্ণপুর হাজারী কালী মেলা,সেখানে লাখ লাখ মানুষের সমাগম ঘটবে,কিন্তু তাদের পারাপারের একমাত্র রাস্তা হবে এই ভগ্নদশার অচল খেয়াঘাট। স্থানীয় বিধায়ক তথা ব্লক প্রশাসনের এই বিষয়ে বারবার দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও এখনো পর্যন্ত নেয়া হয়নি কোনো রকম ব্যবস্থা!এই বিষয়ে, হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলী বলেন ‘বিষয়টা আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো,এটা সেচ দপ্তরের করার কথা,এখনো হয়নি কেন বলতে পারছি না তবে বিষয়টি সরেজমিনে ক্ষতিয়ে দেখে বিস্তারিত রিপোর্ট পাঠাবো’।যাইহোক,সমস্যাটি দ্রুত সমাধান করতে এবং সম্ভাব্য দুর্ঘটনা রোধ করতে কর্তৃপক্ষ কবে প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বন করে সেদিকেই তাকিয়ে গ্রামবাসীরা!