NewsPolitics

মিশ্র এলাকায় আশা  শুভেন্দুর

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:পশ্চিমবঙ্গে বিজেপি দলের হেভিওয়েট নেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ২৬ এর বিধানসভা নির্বাচন নিয়ে নিজের প্রত্যয় ব্যক্ত করেছেন। শুভেন্দু অধিকারীর মতে রাজ্যের বর্তমান পরিস্থিতিতে মুসলিম প্রধান এলাকাগুলিতে বিজেপির সামান্যতম আশা না থাকলেও মিশ্র এলাকাগুলিতে মেরুকরণের সম্ভাবনা প্রবল হওয়ার সম্ভাবনায় বিজেপির ভালো ফলের প্রত্যয় ব্যক্ত করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু কে বঙ্গে হিন্দুত্বে মুখ করে নির্বাচনী লড়াইয়ে যাচ্ছে গেরুয়া শিবির।

তাঁর মতে মুসলিম প্রাধান্যের এলাকা উত্তর ২৪ পরগণায় এবার তৃণমূল এক্তীতেও সহজে জয় পাবে না। তাঁর ধারনা বসিরহাট মহকুমার উত্তর বসিরহাট,হাড়োয়া, মিনাখা বাদুড়িয়ার মত মুসলিম প্রধান বিধানসভা কেন্দ্রগুলিতে বিজেপির জয়ের সামান্যতম সম্ভাবনা নেই। তবে দক্ষিণ বসিরহাট, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালির মত হিন্দু প্রধান এলাকায় বিজেপির জয়ের প্রবল সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করছেন প্রসঙ্গত উল্লেখ্যোগ্য যে পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে হিন্দুত্ববাদী বিজেপি ২৬ এর নির্বাচন নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। বিজেপির ভোটের হার ৪২ -৪৩ শতাংশ করাই লক্ষ্য হওয়া উচিত বলেই মনে করেন শুভেন্দু।

পশ্চিমবঙ্গের মুসলিম সংখ্যাধিক্য বা প্রভাবিত ১০০ টি বিধানসভা কেন্দ্রে যে বিজেপির কোন সম্ভাবনা নেই তা অকপটে স্বীকার করে নিয়েছেন শুভেন্দু অধিকারী। তবে তাঁর প্রত্যয় হিন্দু মুসলিম স্পর্শ কাতর অতি স্পর্শ কাতর এলাকার অতি উচ্চ বর্ণ হিন্দু, দলিত ও ওবিসিদের একজোট করতে পারলে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল হতে পারে।

উদাহরণ হিসাবে উত্ত্র ২৪ পরগনার হাবড়া, অশোকনগর, বারাসাত কেন্দ্রের কথাই উঠে এসেছে। এই তিন কেন্দ্রেই মুসলিম ভোটের হার ৩৫-৪০ শতাংশ। অন্যদিকে হিন্দু ভোট ৬০ শতাংশের বেশী হিন্দু উদবাস্তু প্রধান এই তিন কেন্দ্রে বিজেপি যদি হিন্দু একতা গড়ে তুলতে পারে তা হলে দলের জয় সম্ভব। এমন্টাই ভাবছেন শুভেন্দু অধিকারী। রাজ্য বিধান্সভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখন পশ্চিমবঙ্গে নানা জন সমাবেশে প্রকাশ্যে হিন্দু মুসলিম ভোটারদের পোলারাইজেশনের কথা বলে চলেছেন। ২৬ এর পশ্চিমবঙ্গ বিধান সভা নির্বাচন যে বিজেপির পক্ষে কঠিন লড়াই হতে চলেছে সে ব্যাপারে একমত বিজেপির অন্দরমহল। আর এস এস ও হিন্দু মুসলিম ভোটারদের পোলারাইজেশনের ফলে বিজেপির সম্ভাবনার অঙ্ক কষছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *