গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ভাসুরের বিরুদ্ধে
হাসানুজ্জামান,মানুষের মতামত:বাড়ি ফাকা থাকার সুযোগ নিয়ে স্বামীহারা গৃহবধূর বাড়ির ভেতরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল ভাসুরের বিরুদ্ধে। গৃহবধূর অভিযোগ সন্ধ্যা বেলায় যখন বাড়িতে আর অন্যান্য সদস্যরা ছিল না তখন তার ভাসুর জোর করে বাড়ির ভেতরে ঢোকে। গৃহবধূকে মারধর করে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে। সেই ঘটনার পর ওই গৃহবধূ অসুস্ত হয়ে পড়ে। কিছুটা সুস্থ বোধ করারu পর আজ ওই গৃহবধূ, ভাসুরের বিরুদ্ধে মিনাখাঁ থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। এমনকি ওই গৃহবধূ যখন মিনাখাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করতে আসেন তখনও তাকে মারধর করা হয় এমনকি তাকে খুন করারও চেষ্টা করা হয় বলে অভিযোগ। অভিযোগ দায়ের করার পর গৃহবধুর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে। অভিযোগ দায়ের হওয়ার পরেই ঘটনার তদন্ত শুরু করেছে মিনাখাঁ থানার পুলিশ। এইভাবে স্বামীহারা এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় তীব্র চঞ্চল্য ছড়ালো এলাকায়।