NewsPolitics

শুভেন্দু অধিকারীর মুসলমানদের বিতাড়নের স্বপ্ন কখনও পূরণ হবে না: শওকত মোল্লা

জিৎ দত্ত,মানুষের মতামত:তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকত মোল্লা বলেছেন, যেখানে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে উন্নত করতে একের পর এক প্রকল্প ঘোষণা করছেন, সেখানে বিজেপি ঘৃণার রাজনীতি করে পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।

তিনি বলেন, সাধারণ মানুষ রুটি, কাপড়, এবং বাসস্থান চায়—ঘৃণা ও জাতপাতের রাজনীতির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। বিজেপি ইচ্ছাকৃতভাবে জনগণকে আসল ইস্যু থেকে দূরে সরিয়ে রাখতে চায়।

শওকত মোল্লার মতে, বিজেপির আসলে হিন্দুদের সঙ্গেও কোনো সম্পর্ক নেই, তারা শুধুমাত্র ক্ষমতার লোভী। এই কারণেই তারা হিন্দু-মুসলমান বিভাজনের রাজনীতি করে।

তিনি আরও বলেন, “আপনারা কী ভাবছেন? একজন মানুষ বলল যে ২০২৬ সালে মুসলিম বিধায়কদের মারধর করে বিধানসভা থেকে বের করে দেওয়া হবে, আর সেটাই সহজেই সম্ভব হয়ে যাবে? এটা কখনোই হতে পারে না।”

শওকত মোল্লার কটাক্ষ, “২০২৬ সালে শুভেন্দু অধিকারী নিজেই বিধানসভা নির্বাচনে জিততে পারবেন কি না, তা তিনি নিজেও জানেন না, অথচ তিনি মুসলমানদের বিতাড়নের কথা বলছেন!”

তিনি বলেন, শুভেন্দু অধিকারীর কথার কোনো গুরুত্ব নেই। এমনকি তার নিজের দলেও তার বিশেষ গুরুত্ব নেই। তিনি যদি ঘৃণা ছড়ানো এবং জনগণকে উসকানি দেওয়ার রাজনীতি বন্ধ না করেন, তাহলে বাংলার মানুষ তাকে রাজনীতি থেকে চিরতরে বিদায় করে দেবে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *