NewsPolitics

তাপসী মন্ডলের ফুল বদল নিয়ে বিরোধী দলনেতাকে কটাক্ষ কুণালের

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:যাদবপুরে মিছিল করতে নন্দীগ্রাম তথা পূর্ব মেদিনীপুর থেকে বাস আনলেন। অথচ হলদিয়া থেকে একটা বাস তৃণমূল ভবনে চলে গেল কিছুই টের পেলেন না। এবার হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডলকে নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুনাল ঘোষ। এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পাল্টা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন তিনি।

এদিন কুণাল ঘোষকে প্রশ্ন করা হয়েছিল শুভেন্দু অধিকারী বলছেন তাপসী মন্ডল যদি আগামী বছর হলদিয়ায় দাঁড়ান, সেক্ষেত্রে মানুষ তাকে ভোট দেবেন না। তিনি দলত্যাগ করায় কোন প্রভাব পড়বে না বিজেপিতে।

এরই পাল্টা জবাব দিতে গিয়ে এদিন কুণাল ঘোষ বলেন, বিজেপি পরিষদীয় দলের নেতা হিসাবে কাদের দলের বিধায়ককে ধরে রাখতে পারেননি। এখন কটু কথা বলে কি লাভ আছে! ইতিমধ্যেই তো তাপসী মন্ডল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অনাস্থা দেখিয়েছেন।

এদিন বক্তব্য রাখতে গিয়ে যাদবপুর নিয়ে গতকাল বিরোধী দলনেতা যে মিছিল করেছেন সেই প্রসঙ্গ টেনে এনেছেন। তিনি বলেন, গতকাল যাদবপুর নিয়ে মিছিল করলেন বিরোধী দল নেতা। লোকে বলছে বাস এসেছে নন্দীগ্রাম থেকে। আবার কিছু কিছু বাস এসেছে মেদিনীপুরে অন্যান্য জায়গা থেকে। কিন্তু সেই সময় একটি বাস হলদিয়া থেকে তৃণমূল ভবনে চলে গেল লক্ষ্য করতে পারলেন না বিরোধী দলনেতা। এটাই কি তার রাজনৈতিক প্রজ্ঞা। এই ব্যর্থতা কার!

এদিন যাদবপুরের বিভিন্ন দেয়ালে ভারত বিরোধী স্লোগান নিয়েও প্রশ্ন করা হয়েছিল কুণাল ঘোষকে। তিনি বলেন, কোন ভারত বিরোধী মন্তব্যকে কোনভাবেই সমর্থন জানানো যায় না। যাদবপুরের কিছু পড়ুয়া যারা হতে পারেন মেধাবী, কিন্তু তারা রাজনীতি বা মতাদর্শগতভাবে এতটাই বিপথগামী তাই তাদের কোনোভাবেই সমর্থন নয়। তিনি বলেন, আজাদ কাশ্মীর কোন স্লোগান হলো! আমরা আর জি কর আন্দোলনের সময় দেখেছিলাম, মানুষের ভাবাভাবিক নিয়ে ছিনিমিনি খেলতে খেলতে সেখানে গিয়ে আন্দোলনকারীরা কয়েকজন কাশ্মীর মাঙ্গে আজাদী বলছেন। একই জিনিস দেখা যাচ্ছে যাদবপুরেও।

কুনাল ঘোষ বলেন, কি করে হতে পারে এরা তো দেশবিরোধী। স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে এ ধরনের স্লোগানকে সমর্থন করা যায়!

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *