বুধবার ভোর থেকেই শুরু গন্ডার গণনা
সানি রায়,মানুষের মতামত:জলপাইগুড়ি ডিভিশনের রামসাই এর মেদলা, গরুমারা সহ চাপড়ামারি অভয়ারণ্যে গন্ডার গাননা শুরু আজ বুধবার এবং বৃহস্পতিবার ৫ এবং ৬ মার্চ দুদিন। এই দুদিন পর্যটকদের জন্য জঙ্গলে প্রবেশ নিষেধ বলে জানান,গরুমারা ওয়াইল্ডলাইফ ডিভিশনের ডিএফও দ্বিজপ্রতিম সেন।*
গন্ডারের সংখ্যা বাড়ার আশায় রয়েছে বন দফতর। গরুমারা জাতীয় উদ্যান ও চাপড়ামারী জঙ্গলের পাশাপাশি জলপাইগুড়ি ডিভিশনের নাথুয়া, রামসাই সহ সংলগ্ন এলাকার জঙ্গলে শুরু হচ্ছে গন্ডার শুমারি। আজ ৫ ও ৬ মার্চ ( বুধবার ও বৃহস্পতিবার ) এই শুমারি চলবে, যেখানে বনকর্মীরা ট্র্যাপ ক্যামেরা ও কুনকি হাতি, হাঁটা পথে এবং গাড়ির সাহায্যে ৩৭ টি র বেশি টিম গন্ডার গণনার কাজে নিয়োজিত করা হবে। শুমারির সময় পর্যটকদের জন্য জঙ্গল বন্ধ রাখা হবে। শেষ বার ২০২২ সালে হওয়া শুমারিতে গরুমারায় ৫৫ টি গন্ডার ছিল। এবার সেই সংখ্যা বাড়তে পারে বলে আশা করছে বন দফতর।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩৭ টির বেশি টিম এই শুমারির কাজ করবেন।এবার গন্ডারের সংখ্যা আগের থেকে বেশি হবে বলেই আশাবাদী বন বিভাগ। ইতিমধ্যে এই শুমারি সফল করতে দক্ষিণ ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে দু’দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। প্রথম দিন বনকর্মী ও বনসুরক্ষা কমিটির সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়, আর দ্বিতীয় দিনে প্রশিক্ষণ পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা। গরুমারা ও চাপড়ামারীর এই শুমারির দিকে নজর রয়েছে বনদফতর পরিবেশপ্রেমীদের। গন্ডারের সংখ্যা বৃদ্ধির আশা যেমন উদ্দীপনা জাগিয়েছে, তেমনই সঠিক তথ্য তুলে আনার জন্য বনকর্মীদের পরিশ্রম ও আধুনিক প্রযুক্তির সাহায্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।