NewsPolitics

অজিত ডোভালের ঝটিকা কলকাতা সফরকে কেন্দ্র করে জল্পনা তুঙ্গে

দিলীপ চট্টোপাধ্যায়,মানুষের মতামত:দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে চিন্তায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। কলকাতায় ঝটিকা সফর করলেন তিনি।

পশ্চিমবঙ্গে একাদিকে মাওবাদী অন্যদিকে আনসারউল্লা বাংলা টিম, জামাত-উল-মুজাহিদিনের মত ইসলামিক জঙ্গি সংগঠনগুলি ডেরা বাঁধছে। এই খবরে উদ্বেগ বেড়েছে মোদী প্রশাসনের। দেশের এই অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে চিন্তিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। গোয়েন্দা নেটওয়ার্ক নিয়ে অজিত ডোভাল আলোচনাও সেরেছেন গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে।

মাওবাদী ও ইসলামিক জঙ্গি সংগঠনের গোপন ডেরা গড়া ও রাজ্যে নেটওয়ার্ক গড়া নিয়ে বেজায় চিন্তায় অভ্যন্তরীণ নিরাপত্তায় নিযুক্ত এজেন্সিগুলির আধিকারিকরা। সেই সূত্রেই ডোভালের কলকাতায় আসা ও সর্বশেষ তথ্য সংগ্রহ করা তাৎপর্যপূর্ণ।

মোদী প্রশাসনের চিন্তা বাড়াচ্ছে বেশ কিছু গোপন রিপোর্ট। যেখানে মাওবাদী-নকশালপন্থীদের মত অতি বামপন্থী, চীনপন্থী-সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীরা, ইসলামিক জঙ্গি গোষ্ঠী আলকায়দার শাখা সংগঠন আনসারউল্লা বাংলা টিম(এ বি টি), জে এম বি, নব্য জে এম বি এমন কি জামাতের চরমপন্থীদের পশ্চিমবঙ্গে গোপন মডিউল গড়ার চেষ্টা নিয়ে।

রাজ্য ও কলকাতা পুলিশের এস টি এফ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ইমপুটের ভিত্তি তে কখনও নিজস্ব তথ্যের ভিত্তিতে রাজ্যের বেশ কিছু এলাকায় অভিযান চালিয়ে ইসলামিক জঙ্গি মডিউলে যুক্ত বেশ কজনকে গ্রেপ্তার করেছে।

এই রেশ কাটার আগে স্বয়ং দেশের জাতীয় নিতাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কলকাতায় এসে নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নানা তথ্য সংগ্রহ করেছেন।

এদিকে স্বয়ং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সংক্ষিপ্ত কলকাতা সফরে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপ তৈরি হল তা নিয়ে নিশ্চিত রাজ্যের রাজনৈতিক মহলের একাংশের।

কেন্দ্রের মাথাব্যাথার কারণে দেশে এই মুহুর্ত্যে অভ্যন্তরীণ নিরাপত্তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ একদিকে মাওবাদীরা অন্যদিকে আলকায়দা, আইএসর বাংলাদেশ ও পাকিস্তানি নেটওয়ার্ক। মাওবাদী-নকশালপন্থীদের সঙ্গে মুসলিম জঙ্গি গোষ্ঠীর সশস্ত্র জোট গঠনের সম্ভাবনায় আশঙ্কায় চিন্তায় পড়েছে মোদী প্রশাসনের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মন্ত্রকের অভ্যন্তরীণ নিরাপত্তা শাখা, গোয়েন্দা কর্তারাও মাওবাদী-ইসলামিক জঙ্গি আঁতাতের সম্ভাবনায় বেজায় চাপে। পশ্চিমবঙ্গের মাটিতে এই জোট তৈরির সম্ভাবনা আঁচ করেই সাত তাড়াতাড়ি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সংক্ষিপ্ত কলকাতা যাত্রা বলেই মনে করা হচ্ছে। এর মধ্যে আবার মমতা বন্দোপাধ্যায়ের প্রশাসনের ওপরে কেন্দ্রের চাপের রাজনীতির সম্ভাবনা উড়িয়ে দিতে চাইছেন না রাজনৈতিক মহলের একাংশ।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *