জামাইয়ের মারে শ্বশুরের মৃত্যু,পলাতক জামাই সৈকত বোসের খোজে ঘোলা থানার পুলিশ
স্বার্থ দাস,মানুষের মতামত:আগড়পাড়ায় আজাহিন্দ নগরে জামাইয়ের মারে শ্বশুরের মৃত্যু।পলাতক জামাই সৈকত বোসের খোজে ঘোলা থানার পুলিশের তল্লাশি।মৃত শ্বশুরের নাম অলোক মুখার্জি (৫০)।
মেয়ে অয়ন্তিকার সাথে পাশের পাড়ারই যুবক সৈকতের বোসের বিয়ে হয়েছিলো ২০২১ সালে।বিয়ের পর থেকেই অশান্তি লেগেছিল এই দম্পতির মধ্যে।গত পাচদিন ধরে তুমুল অশান্তি চলছিলো নিজেদের মধ্যেই।মেয়ে অয়ন্তিকার শ্বশুর মশাই তার বাবা অলোক মুখার্জি কে ডেকে পাঠায়।শ্বশুর মশাই যেতেই মারধর শুরু করে জামাই সৈকত বোস।এরপরই সে মাটিতে লুটিয়ে পড়ে।হাসপাতালে আনার পথেই তার মৃত্যু ঘটে।এরপর থেকে বেপাত্তা জামাই সৈকত।এদিকে এই ঘটনায় আগড়পাড়া আজাদহিন্দ উত্তেজনা ছড়িয়ছে।মৃতদেহ ময়না তদন্তের জন্য পুলিশ মর্গে পাঠায় বেলঘড়িয়া থানার পুলিশ।