NewsPublic Interest News

অসম-উত্তর-পূর্বে কংগ্রেস গণভিত্তি বাড়াতে সক্রিয়

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:অসমে ২০২৬-এ রাজ্য বিধানসভায় নির্বাচন। সাম্প্রতিক লোকসভা নির্বাচনে তিন আসনে কংগ্রেসের জয় ও অল্পের জন্য করিমগঞ্জ হাত ছাড়া হওয়ার পরও কংগ্রেস হাইকম্যান্ড ২৬-এ অসম জয়ের স্বপ্ন দেখা শুরু করেছে। অসমে দলিত-উপজাতি-মুসলিমদের কংগ্রেসের ছাতার তলায় আনতে গৌরব গগৈ, দেবব্রত সইকিয়া, প্রদ্যুত বড় দলুই, ভূপেন বরা, রকিবুল হোসেনরা অতি সক্রিয় হয়ে উঠেছেন। অসম নিয়ে আশাবাদী কংগ্রেস। এজন্য সক্রিয় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।
অতি সম্প্রতি নগাঁও, বড়পেটা, হোজাই, ধূপড়ি, জোড়হাট, গোয়ালপাড়া, তেজপুর, শিবসাগরে তৃণমূলস্তরের কংগ্রেস নেতা-কর্মীদের একাধিক বৈঠকে ২৬-এ বিধানসভা নির্বাচনের সাংগঠনিক প্রস্তুতি, হিমন্ত বিশ্ব শর্মা সরকারের জনবিরোধী নীতি, ধর্মীয় বিভাজনের ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে ব্যাপক প্রচার অভিযান, প্রয়োজনে এলাকা ভিত্তিক গণ আন্দোলনে জোর দেওয়া হয়েছে। অসমে ২৬-এ কংগ্রেস ইন্ডিয়া জোট শরিক বামপন্থী ও আঞ্চলিক দলগুলিকে নিয়ে জোরালো লড়াই-এর ইঙ্গিত দিতে চাইছে।
শুধু অসম নয়, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরাতেই শক্তিশালী সংগঠন গড়ে তোলার পাশে তৃণমূলস্তরে প্রচার অভিযান চালানোর ভাবনা কাজ করছে। নাগাল্যান্ডে কংগ্রেসের তথ্য-প্রযুক্তি শাখার অন্যতম কর্তা বাঙ্গালী কংগ্রেস নেতা রণজিৎ মুখোপাধ্যায় ঘন ঘন কোহিমা সহ নাগাল্যান্ডের নানা জায়গায় কংগ্রেসের গণভিত্তি, জন সমর্থন বাড়াতে কাজ লাগানো হচ্ছে। উত্তর-পূর্বে কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত পাছহে গেরুয়া শিবিরও।
মণিপুরে জাতি হিংসার আবর্তে কোণঠাসা রাজ্যের বীরেন সিং সরকার ও বিজেপি দল। তাই মণিপুর অতি গুরুত্ব দিয়ে প্রচার, সংগঠন ও আন্দোলন গড়তে কংগ্রেস হাইকম্যান্ড আগ্রহী হয়ে উঠেছেন। মণিপুরে লোকসভা নির্বাচনে ২টি আসন জয়ের পর আত্মবিশ্বাস বাড়ছে মণিপুর প্রদেশ কংগ্রেস ও মণিপুর প্রদেশ যুব কংগ্রেস নেতাদের মধ্যে।
কংগ্রেস হাইকম্যান্ড মনে করছেন যে শুধু অসম, মণিপুর, নাগাল্যান্ডই নয় মেঘালয়, মিজোরাম, অরুণাচল প্রদেশ এমন কি ত্রিপুরাতেও কংগ্রেসের জন সমর্থন ও তৃণমূলস্তরে গণভিত্তি বাড়ানোর সুযোগ রয়েছে। এ আই সি পি তাই উত্তর-পুর্বে পাখির চোখ করে বিজেপি বিরোধিতায় রাজনীতিতে নামতে চাইছে। অসম, উত্তর-পূর্বের পরিস্থিতি নিয়ে সাংসদ গৌরব গগৈ দলের হাইকম্যান্ডকে বিস্তারিত রিপোর্টও জমা দিয়েছেন বলেই কংগ্রেস্ দলীয় সূত্রেরও খবর।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *