মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত রাজ্যে সরকারের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে সমবায় ভোটে জিতে গভীর রাত পর্যন্ত উৎসব তৃনমূলের, দলটিই উশৃঙ্খল কটাক্ষ বিজেপির
সানি রায়,মানুষের মতামত:কৃষি সমবায় সমিতির নির্বাচনে জয়ী তৃণমূল, মাধ্যমিক পরীক্ষা নিয়ে সরকারী নির্দেশক বুড়ো আঙুল দেখিয়ে দেদার ফাটলো পটকা, বাজলো তারস্বরে ব্যান্ড, দর্শক পুলিশ!
রবিবার গভীর রাতের এই ঘটনাকে ঘুরে নিন্দার ঝড় জেলা জুড়ে, জলপাইগুড়ি জেলার ধুপগুরি মহকুমার পূর্ব দুরামারির পল্লি মঙ্গল সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় রবিবার।
। প্রার্থী দের মধ্যে ছিলো ৬ জন তৃণমূলের। সিপিএমের ২ জন বিজেপির ১ জন এছাড়া তৃণমূলের গোজ প্রার্থী ছিলো ১জন।
দিনভর ভোট প্রক্রিয়া চলার পর গভীর রাতে সমবায় সমিতির ভোটের ফলাফল ঘোষণা করা হয়।
আর এর পরেই কার্যত উৎসবের চেহারা নেয় রাতের নিস্তব্ধ গ্রামে।
একদিকে যেমন উড়তে থাকে সবুজ আবির এর সঙ্গে ফেটে চলে একের পর এক শব্দবাজি ,স্থানিয় তৃণমুল নেতৃত্ব ,কর্মী সমর্থকেরা আগে থেকেই আয়োজন করে রাখা ব্যান্ড পার্টির ধামাকা বাজনা আর তারস্বরে বাজানো সিনথেসাইজার এর আওয়াজে কোমর দুলিয়ে নাচতে দেখা যায়।
গভীর রাতের এই উদ্দাম নৃত্য এবং উল্লাসের সাক্ষী থাকে ভোট ডিউটিতে আসা জেলা পুলিশের র্যাফ বাহিনীর জওয়ান সহ অন্যান্য পুলিশ কর্মীরা।
যদিও এই প্রসঙ্গে উৎসবে মেতে ওঠা দুরামারীর তৃণমুল নেতৃত্ব সাফাই গেয়ে রাতেই বলেই আমরা বোম ,পটকা ফাটাইনি, আমার নিজেদের দলের গোজ প্রার্থী সহ সিপিআইএম,বিজেপিকে হারিয়েছি ,তাই একটু আনন্দ করা হয়েছে। ( বাইট ১, তৃণমুল নেতৃত্ব).
অপরদিকে এই ঘটনাকে তীব্র কটাক্ষ করে বিজেপি দলের জলপাইগুড়ি জেলার অন্যতম সাধারণ সম্পাদক শ্যাম প্রসাদ বলেন,
তৃণমুল দলটি উশৃঙ্খল ,তাদের কাছ থেকে মাধ্যমিক পরীক্ষা নিয়ে উদ্বেগ বা সরকারী বিধিনিষেধ মানা এটা আসা করাই ভুল।