কুম্ভ মেলা থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা,অল্পের জন্য প্রাণে বাঁচলো ৪৩ জন যাত্রী
সানি রায়,মানুষের মতামত:ঘটনাটি ঘটেছে ৩১ নম্বর জাতীয় সড়কের চেপানী চৌপথী সংলগ্ন এলাকায় । শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গেছে কুম্ভ মেলা থেকে আসাম যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যান কে সজরে ধাক্কা মারে একটি বাস।প্রায় ৩০ ফুট দূরে পিকআপ ভ্যানটিকে নিয়ে যায়। আর এর ফলে ক্ষতিগ্ৰস্থ হয় বাস ও পিক আপ এবং পিক আপ চালক আহত হয়। তবে রক্ষা পেয়েছেন বাসে থাকা ৪৩ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে ভোর সাড়ে চারটা নাগাদ। পিকআপ ভ্যানের চালক লক্ষণ পন্ডিতের কাছ থেকে জানা গেছে পিক আপ ভ্যানে তিনি বসে ছিলেন শ্রমিকদের তুলে নিয়ে যাবেন । এরই মধ্যে পেছনদিকে ধাক্কা মারে গাড়িটি। জাতীয় সড়কের একদম রেলিং ঘেঁষে পিক আপ ভ্যানটি নিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। পিকআপ ভ্যানে ধাক্কা না দিলে বাসটি কয়েক পাল্টি খেয়ে কম করে ১০০ ফুট নীচে পড়ে যেত। দুর্ঘটনার পর এলাকার বাসিন্দারা পিকআপ ভ্যানের চালককে গাড়ির সামনের কাঁচ ভেঙ্গে বের করে। তার মাথায় চোট লেগেছে। অন্যদিকে কুম্ভ মেলা থেকে ফেরা গাড়ির চালক এবং খালাসী উধাও হয়ে গেছেন। পুন্যার্থীদের কাছ থেকে জানা গেছে তাদের বাড়ি আসামের খারোকেটা। এদিকে বাসের চালক ও খালাসি উধাও হওয়ার দরুণ সমস্যায় পড়েছে পূণ্যার্থীরা।