NewsPublic Interest News

বাসের বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণে এবার অ্যাপ আনছে রাজ্য

জিৎ দত্ত,মানুষের মতামত:গত কয়েক মাসে বেপরোয়া বাসের গতি বলি হতে হয়েছে সাধারণ মানুষকে। খুব স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের তরফ থেকে নিয়ন্ত্রণের চেষ্টা হলেও বেপরোয়া গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ফলে উদ্বেগ বেড়েছে সরকারের। তাই এবার বাসের গতিতে রাশ টানতে নয়া অ্যাপ আনতে চলেছে রাজ্য সরকার । সরকারি হোক বা বেসরকারি সমস্ত বাসের জন্য থাকবে এই অ্যাপ । চালকরা যখনই বাস চালানো শুরু করবে তখনই চালু করতে হবে এই অ্যাপটি । এরপরেই কোন বাস কোথায় রয়েছে, কত গতিতে চলছে সরাসরি সমস্ত কিছুই জানতে পারবে সরকার । আপাতত ‘পাইলট প্রজেক্ট’ হিসাবেই দেখা হচ্ছে সব। বর্তমানে এই অ্যাপটি শুরু হবে কলকাতা, বিধাননগর ও হাওড়া মিলিয়ে মোট ১২ টি বাস রুটে । ইতিমধ্যেই কলকাতা পুরসভায় এই বিষয় নিয়ে বৈঠক হয়ে গিয়েছে । সেখানে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, ডিজি সহ একাধিক আধিকারিকেরা । সেইসঙ্গে বৈঠকে ডাকা হয়েছিল বাস মালিক সংগঠনগুলিকে ।

এই বৈঠক প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন,অ্যাপটি নিয়ে বাস চালকদের প্রশিক্ষণ দেওয়া হবে। কোন বাস কোন রাস্তায়, কত স্পিডে চলছে, তা অ্যাপের মাধ্যমে পুলিশ প্রশাসন ও পরিবহণ দপ্তর জানতে পারবে। প্রথমে এই অ্যাপটি শুরু হবে মূলত ১২ টি বাস রুটে । আগামী দিনে কলকাতা, শহরতলি সহ গোটা রাজ্যে এই অ্যাপটি চালানোর সিদ্ধান্ত রয়েছে রাজ্য সরকারের।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *