NewsPolitics

বঙ্গে হকার উচ্ছেদে ছাড়পত্র আদালতের

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:বঙ্গের হুগলী জেলার শ্রীরামপুর রেল স্টেশন ও স্টেশন সংলগ্ন এলাকা থেকে হকার উচ্ছেদে এবার ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, রেলের জারি করা নোটিস অনুযায়ী শ্রীরামপুর স্টেশন ও সংলগ্ন এলাকায় বেআইনি জবরদখলকারীদের উচ্ছেদ করা যাবে। হাইকোর্টের এদিনের নির্দেশের পর শীঘ্রই উচ্ছেদ অভিযান শুরু হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।

সূত্রের খবর, বেআইনি জবরদখলকারী উচ্ছেদে ছাড়পত্র দিয়েছে এদিন কলকাতা হাইকোর্ট। কেন্দ্রের অমৃত ভারত প্রকল্পে দেশের বিভিন্ন রেলস্টেশনকে ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে। তার মধ্যে রয়েছে হুগলী জেলার শ্রীরামপুর স্টেশনও। সেই প্রকল্পের জন্য স্টেশন লাগোয়া এলাকার জবরদখল উচ্ছেদ করতে নোটিস জারি করেছিল রেল কর্তৃপক্ষ। দু’মাস আগেই সেই উচ্ছেদ কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু রেলের জারি করা সেই উচ্ছেদ নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস পরিচালিত ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশন হকার ইউনিয়ন।

আরও জানা গিয়েছে, মামলাকারীদের আইনজীবী শীর্ষান্য বন্দ্যোপাধ্যায় আদালতে জানিয়েছেন, জবরদখলকারি হকাররা দীর্ঘ বছর ধরে এই এলাকায় ব্যবসা করছেন। এটাই তাঁদের একমাত্র রুটি রুজি। তাই তাদের বিষয়টি বিবেচনা করা হোক। মামলার প্রেক্ষিতে গত শুনানিতে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ ছিল, হাওড়ার ডিআরএম হকারদের সমস্ত নথি দেখে তাঁদের সুযোগ দেবেন।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *