NewsPolitics

মুর্শিদাবাদে সংগঠনকে আবার শক্তিশালী করতে মাঠে অধীর

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:২৪-এর লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রে হেরে যান শীর্ষ কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তৃণমূলের গুজরাটি মুসলমান প্রার্থী, শীর্ষ ক্রিকেটার ইউসুফ পাঠান অধীর চোউধুরীকে হারিয়ে কংগ্রেস দলকে পশ্চিমবঙ্গে অস্তিত্বের সংকটেই ফেলে দেন। ত্রিমুখি লড়াইয়ে অধীর চৌধুরী নিজের ও কংগ্রেস দলের হারের চরম হতাশায় নিমজ্জিত হন। এরই মধ্যে আবার কংগ্রেস হাইকম্যান্ড অধীর চৌধুরীকে সরিয়ে গণভিত্তিহীন কংগ্রেস নেতা শুভঙ্কর সরকারকে দলের প্রদেশ সভাপতি করে তারই হাতে ব্যাটন তুলে দেন।

২৬-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেসের কৌশল কি হবে তা নিয়ে এখনও অন্ধকারে দলের নেতা-কর্মীরা। কংগ্রেস বঙ্গে একা লড়বে, না বামেদের সঙ্গে জোটে যাবে অথবা সরাসরি এবার বিজেপি বঙ্গ সখলের প্ল্যান বানচাল করতে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মেলাবে তা নিয়ে নির্বাক বঙ্গ কংগ্রেস। তবে আপাতত সংগঠন শক্তিশালী করা ও জন সমর্থন বাড়ানোর কৌশল নিয়েছেন বঙ্গ কংগ্রেস নেতারা।

প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী অবশ্য নতুন করে তাঁর নিজের জেলায় সক্রিয় হয়েছেন। শুধু বহরমপুর শহরই নয়, বেলডাংগা, রেজিনগর, ভরতপুর, কান্দি সহ জেলার নানাস্থানে অধীর চৌধুরী ঘুরে এই এই জেলার কংগ্রেসকে চাঙ্গা করার চেষ্টা চালাচ্ছেন। জেলার নানা অংশে রোজার নামে কংগ্রেসের মুসলিম নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে ব্যক্তিগতস্তরে যোগাযোগ করেছেন অধীর চৌধুরী। ৭০ স্বহতাংশ মুসলিম অধ্যুষিত এই মূর্শিদাবাদ জেলায় ব্লকে ব্লকে কংগ্রেসের তরফে প্রতিদিন রোজার শেষে কোথাও না কোথাও ইফতারের আয়জন করা হয়। অধীর চৌধুরী ও তাঁর সাংগঠনিক টিমের সদস্যরা জেলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত চরকির মত ঘুরেছেন।

অধীর চৌধুরী মুর্শিদাবাদের ২২ টি বিধানসভা কেন্দ্রেই আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করে তৃণপমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ জানাতে চাইছেন। এই মুসলিম অধ্যুষিত জেলায় ৩/৪ টি বিধানসভা কেন্দ্র বাদে বাকি ১৭-১৮ আসনেই মুখ্য লড়াই যে তৃণমূল বনাম কংগ্রেসে তা কবুল করছেন রাজনৈতিক মহল। অধীর চৌধুরী মূর্শিদাবাদে বিজেপি নয়, তৃণমূলকেই টার্গেট করে আসরে নামছেন। সব ঠিক ঠাক চললে অধীর চৌধুরী যে বিজেপির দখলে থাকা বহরমপুর বিধানসবা কেব্দ্রে কংগ্রেসের প্রার্থী হতে চলেছেন তা নিয়ে একপ্রকার নিশ্চিত কংগ্রেস নেতা-কর্মীরা।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *