NewsPolitics

দিলীপ ঘোষের মন্তব্য ও অক্সফোর্ডে মমতাকে অপমানের প্রতিবাদে পথে তৃণমূল মহিলা কংগ্রেস

দিলীপ ঘোষের মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য এবং অক্সফোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময় বিক্ষোভের ঘটনার প্রতিবাদে শুক্রবার পথে নামল তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন।

খড়গপুর থেকে শুরু করে গত কয়েকদিন ধরে দিলীপ ঘোষ ধারাবাহিকভাবে মহিলাদের নিয়ে যে আপত্তিকর মন্তব্য করেছেন, তার বিরুদ্ধেই এদিন প্রতিবাদ জানানো হয়। কলকাতা জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী শশী পাঁজা, স্মিতা বক্সীসহ মহিলা সংগঠনের শীর্ষ নেতৃত্ব। এছাড়া, দিলীপ ঘোষের মন্তব্যের শিকার হওয়া খড়গপুরের দুই মহিলা-ও এদিনের প্রতিবাদ মিছিলে অংশ নেন।

মিছিল শেষে ডোরিনা ক্রসিংয়ে দাঁড়িয়ে তৃণমূল নেতৃত্ব স্পষ্ট করে জানায়, বাংলার মানুষ কখনোই মহিলাদের অসম্মান সহ্য করেননি এবং ভবিষ্যতেও করবেন না। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “দিলীপ ঘোষ একের পর এক মহিলাদের উদ্দেশে কুরুচিকর আক্রমণ করছেন, আমরা তার তীব্র নিন্দা করছি। একইসঙ্গে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ডের বক্তৃতার সময় পরিকল্পিতভাবে যারা অশান্তি সৃষ্টি করতে চেয়েছিল, তাদের বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ জারি থাকবে।”

মন্ত্রী শশী পাঁজা বলেন, “অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখছিলেন, তখন পরিকল্পিতভাবে কিছু লোক অশান্তি তৈরির চেষ্টা করে। অথচ প্রশ্নোত্তর পর্বে তারা সহজেই তাদের বক্তব্য রাখতে পারতেন। এটা স্পষ্ট, তাদের উদ্দেশ্য প্রশ্ন করা নয়, বরং অপমান করা। লন্ডন বা বাংলা—কোথাও মহিলাদের অসম্মান করলে মানুষ তা মেনে নেবে না।”

তিনি আরও বলেন, “শুধু পোশাক পরলেই ভদ্র মানুষ হওয়া যায় না, তার জন্য সৌজন্য ও শিষ্টাচারও প্রয়োজন। যারা অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীকে অপমানের চেষ্টা করলেন, তারা তা বোঝেন না।” পাশাপাশি, কেলগস কলেজের সেই শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের ধন্যবাদ জানান তিনি, যারা এই ঘটনার বিরোধিতা করেছিলেন।

এদিনের কর্মসূচির শেষে তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে দিলীপ ঘোষের বিরুদ্ধে জনতার আদালতে এফআইআর দায়ের করা হয়। তৃণমূলের দাবি, দিলীপ ঘোষ জনপ্রতিনিধি হলেও তার এই মন্তব্যের জবাব বাংলার মহিলারাই দেবেন।

প্রসঙ্গত, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ খড়গপুরের দুই প্রতিবাদী মহিলাকে ‘পুতনা’ ও ‘সুর্পনাখা’-র সঙ্গে তুলনা করে তাদের উপর গাড়ি চালিয়ে দেওয়ার হুমকি দেন। তারই প্রতিবাদে শুক্রবার রাজপথে নামল তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *