দিল্লি থেকে মামার বাড়িতে বেড়াতে এসে টাকিতে জলে ডুবে মৃত্য ছাত্রের,তদন্তে পুলিশ
হাসানুজ্জামান,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা হাসনাবাদ থানার আম্লানি গ্রাম পঞ্চায়েতের মাঝের পাড়ার ঘটনা। বছর ৭,এর সৌরভ মন্ডল দিল্লিতে থাকেন বাবা মার সঙ্গে। বেড়াতে এসেছিল মামার বাড়িতে। বুধবার সকাল সাতটা নাগাদ নিখোঁজ হয়ে যায় তারপর বাড়ির লোক খোঁজাখুঁজি করতে পাশের জল করে দুপুর বারোটা নাগাদ মৃতদেহ দেখতে পায় গ্রামের লোক। ওই ছাত্র দিল্লিতে একটি ইংলিশ মিডিয়ামে নার্সারিতে পড়াশোনা করত গত কয়েকদিন আগে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। ঘটনার স্থলে হাসনাবাদ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠিয়েছে পুলিশের পাথমিক অনুমান ওই ছাত্রটি সাঁতার না জানার জন্য জলে ডুবে মৃত্যু না এর পিছনে অন্য কোন কারণ আছে কিনা তাও তদন্ত করে দেখছি হাসনাবাদ থানার পুলিশ ছাত্রের মৃত্যুর ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।