InternationalNews

প্রবল ঠান্ডা মধ্যে বৃষ্টি মাথায় লন্ডন পৌঁছলেন মমতা,আজ কর্মসূচি না থাকলেও কাল হাইকমিশনের অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:হিথরো বিমানবন্দরে আগুনের কারণে শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রীর সফরসূচি নিয়ে একটা টালবাহানা তৈরি হয়েছিল। অবশেষে সেসব কাটিয়ে লন্ডনের মাটিতে পা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেনের পর এই প্রথম কোনো বিদেশ সফরে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী। কলকাতা বিমানবন্দর থেকে রাত আটটা কুড়িতে রওনা হয়ে প্রথমে দুবাই পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দুবাই থেকে হিথরোগামী বিমান ধরেন তিনি। যতদূর জানা গিয়েছে যাত্রাপথে বেশ খোস মেজাজেই ছিলেন মুখ্যমন্ত্রী। মাঝে দুবাই য়ে দুই গুজরাটি তরুণী সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় মুখ্যমন্ত্রীর। পারিবারিক অনুষ্ঠানে তারা পরিবারের সঙ্গে ইউরোপ যাচ্ছিল। আলাপ জমে উঠলে মুখ্যমন্ত্রীর অনুরোধে তারা দুবাই বিমানবন্দরে একটি হিন্দি গানের সঙ্গে পারফর্ম করেছেন বলে খবর। এরপর সেখান থেকে ভারতীয় সময় রবিবার ভোর ৪টে ৪৮ মিনিট নাগাদ এ-৩৮০ বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী বিমানে করে লন্ডনের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যখন পৌঁছান তখন ছিল মেঘলা আকাশ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল। অবশেষে বৃষ্টি মাথায় ভারতীয় সময় দুপুর সাড়ে বারোটা এবং স্থানীয় সময় অর্থাৎ লন্ডনে তখন সকাল সাতটা। সে সময়ই পৌঁছলেন তিনি। তিনি যখন পৌঁছলেন তখন লন্ডন শহরের তাপমাত্রা ৯ ডিগ্রির কাছাকাছি। একইসঙ্গে কনকনে ঠান্ডা বাতাস বইছে। আগেই জানা গিয়েছিল এবারও লন্ডন গিয়ে তাজ সেন্ট জেমস কোর্ট হোটেলেই থাকছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর হোটেল থেকে লন্ডনের বিখ্যাত হাইড পার্ক কয়েক মিনিটের দূরত্বে। একইসঙ্গে বাকিংহাম প্যালেসও রয়েছে ঢিল ছোড়া দূরত্বেই।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ তেমন কর্মসূচি নেই মুখ্যমন্ত্রীর। দীর্ঘ বিমানযাত্রার পর আজকের দিন টা হোটেলেই বিশ্রাম নেওয়ার কথা। আগামীকাল তিনি ভারতীয় হাইকমিশনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন।

কলকাতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়েছেন মুখ্য সচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর দপ্তরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্প সচিব বন্দনা যাদব, ডাইরেক্টর সিকিওরিটি পীযূষ পাণ্ডে। এছাড়া এবার লন্ডন সফরে মুখ্যমন্ত্রী সঙ্গে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়কে।

আগামীকাল অর্থাৎ ২৪ তারিখ হাই কমিশনের সঙ্গে বৈঠকের পর। ২৫ তারিখ রয়েছে লন্ডনে বাণিজ্য সম্মেলন। ২৬ তারিখ শিল্প নিয়ে সরকারি স্তরে বৈঠক। ২৭-এ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতার পর ২৮ মার্চ দেশে ফেরার বিমান ধরবেন মুখ্যমন্ত্রী। যতটুকু জানা গিয়েছে আজ কোন কর্মসূচি যেহেতু নেই কিন্তু ঘরোয়া ভাবে তার সঙ্গে আশা প্রতিনিধি দলের সদস্য মুখ্য সচিব শিল্পসচিব ও অন্যান্য আধিকারিকদের নিয়ে একটা ঘরোয়া বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। কাল থেকে ঠাসা কর্মসূচি তার আগে ঘরোয়া ভাবে প্রস্তুতি আরকি। রাজ্যবাসীর চোখ থাকবে এই শহর থেকে আদেও কোন সুফল ঘরে তুলে আনতে পারেন কিনা বাংলার মুখ্যমন্ত্রী।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *