টাকি রোড থেকে সরকারি জলের জিআই পাইপ চুরি, গ্রেপ্তার ৯,আদালতে পেশ
হাসানুজ্জামান,মানুষের মতামত:অত্যাধুনিক যন্ত্র দিয়ে রাজ্য সড়ক ২ অর্থাৎ টাকি রোডে মাটির তলা থেকে মোটা জিআই লোহার জলের পাইপ চুরি করার চেষ্টা করল একদল দুষ্কৃতী।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার টাকি রোডের দন্ডির হাট এলাকার ঘটনা। সেই সময় স্থানীয় বাসিন্দাদের নজরে আসে তাদেরকে আটকে রেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ গিয়ে হাতেনাতে নয় দুষ্কৃতিকে পাইপ তোলার যন্ত্রসহ তাদেরকে গ্রেফতার করে। এদের বাড়ি বসিরহাটের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে পুলিশের কাছে অভিযোগ আসছিল,রাস্তার ধারে যেসব জলের সরকারি পাইপ বসানো রয়েছে বা রাস্তার ধারে রাখা আছে সেইগুলো চুরি হচ্ছে এর সঙ্গে বড়সড়চক্র আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে বসিরহাট থানা পুলিশ। ধৃত নয়জনকে আজ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।