মাফ চাইতে হবে,না হলে শুভেন্দুকে মুর্শিদাবাদে ঢুকতে দেব না”:হুমায়ুন কবির
জিৎ দত্ত,মানুষের মতামত:ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির জানিয়ে দিলেন, ধর্ম তাঁর কাছে সবার আগে। কেউ যদি তাঁর ধর্মের বিরুদ্ধে কটু মন্তব্য করেন, তাহলে তিনি চুপ করে বসে থাকবেন না।
বিধায়ক হুমায়ুন কবির বলেন, “একটি সাংবিধানিক পদে থেকে কেউ যদি কোনও ধর্মের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেন, তাহলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো জরুরি। শুভেন্দু অধিকারীকে ৭২ ঘণ্টার সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যদি তিনি ক্ষমা না চান, তাহলে আমরা যা করার দরকার, তা করব।”
তাঁর অভিযোগ, বিরোধী দলনেতা মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে বিদ্বেষমূলক মন্তব্য করছেন, অথচ তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পুলিশকে এই বিষয়ে কঠোর পদক্ষেপ করা উচিত। “এ ধরনের মানুষদের স্বাধীনভাবে ছাড়া যায় না,” বলেন হুমায়ুন কবির।
তৃণমূল বিধায়ক স্পষ্ট জানান, “আমার কাছে আমার ধর্ম সবার আগে। আমি আমার ধর্ম সম্পর্কে কোনও অপমানজনক কথা সহ্য করব না। আমি যা বলি, ভেবেচিন্তেই বলি।”
তিনি আরও বলেন, “আমার দল যদি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে আমিও দলের নির্দেশ মেনে চলব। কিন্তু আমি আবারও বলছি, যতক্ষণ না শুভেন্দু অধিকারী প্রকাশ্যে ক্ষমা চাইছেন, ততক্ষণ আমরা চুপচাপ বসে থাকব না।”