NewsPolitics

বাংলায় ফের জোট রাজনীতি নাকি একলা চলো,দ্বিধায় কংগ্রেস

মো:আমিনুল হক,মানুষের মতামত:২০২৬-র পশ্চিমবঙ্গ নির্বাচন নিয়েই উদ্বেগে রয়েছেন কংগ্রেস হাইকম্যান্ড ও গান্ধী পরিবারের সদস্যরা। ৭৭ সালে পশ্চিমবঙ্গে রাজনৈতিক বিপর্যয়, ৯৮-এ কংগ্রেস ভেঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়র তৃণমূল কংগ্রেস দল গঠনের পর বিগত ৪৮ বছর রাজ্যে ক্রমান্বয়ে শক্তি ক্ষয়ই হয়েছে দলের। ২০১৬-র বিধানসভা নির্বাচনে কংগ্রেস-বাম জোট কিছুটা আশা জাগালেও ভোট ব্যাঙ্কে তার সামান্য প্রভাব পড়েনি। ২১-র বিধানসভা নির্বাচনে কংগ্রেস, বামেরা জোটবদ্ধ হয়নি। ফলে এরা শূন্যতে পরিণত হয়েছ। ২৪-র লোকসভা নির্বাচনে সিপিএম সহ বামেরা কোন আসন পায়নি। তবে কংগ্রেস মালদহ দক্ষিণ আসনে জয়ী হয়।

লোকসভা নির্বাচনের পর অধীর চৌধুরীকে সরিয়ে কংগ্রেস হাইকম্যান্ড শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেস সভাপতি করেছে। ২৬-র বিধানসভা নির্বাচনে কংগ্রেস-বামেদের জোটের সম্ভাবনা নিয়ে সংশয় তৈরি হচ্ছে।প্রদেশ কংগ্রেস সভাপতি তৃণমূলমুখী বলে জল্পনা ছড়িয়েছে। তাই বঙ্গে জোট নিয়ে কার্যত অন্ধকারেই প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *