তৃণমূল নেতার গ্রেফতারের দাবি,পূর্ব মেদিনীপুরে বিজেপি কর্মীর উপর যৌন নির্যাতনের অভিযোগ
স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:পূর্ব মেদিনীপুরে বিজেপির এক মহিলা কর্মীর উপর যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতার গ্রেফতারির দাবি তুললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
বিধানসভার বাজেট অধিবেশন শেষে অগ্নিমিত্রা পাল এই ঘটনাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, “তৃণমূল সরকার মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ। আমাদের দলের এক মহিলা কর্মীর ওপর পাশবিক নির্যাতন চালানো হয়েছে, অথচ প্রশাসন নীরব!”
তিনি স্পষ্ট দাবি জানান, “এই ঘটনায় জড়িত তৃণমূল নেতার দ্রুত গ্রেফতার হওয়া উচিত। প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব।”
এই ঘটনায় রাজ্য সরকারের প্রতিক্রিয়া এখনও আসেনি, তবে বিজেপি বিধায়কদের দাবির পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে।