বৃহস্পতিবার পঞ্চায়েত নিয়ে আলোচনার দিনই বিধানসভায় হবে মন্ত্রিসভার বৈঠক
জিৎ দত্ত,মানুষের মতামত:সোমবার থেকেই রাজ্য বিধানসভায় দপ্তর ওয়ারি বাজেট শুরু হচ্ছে। দফা ওয়ারি বাজেটের মাঝেই আগামী বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা সূত্রে যতদূর জানা যাচ্ছে তাতে ওই দিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বের শেষে পঞ্চায়েত দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হবে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার পঞ্চায়েত নিয়ে আলোচনায় উপস্থিত থাকলেও সেই আলোচনায় যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রসঙ্গত এখনো পর্যন্ত রাজ্য বিধানসভায় যে কার্যপ্রদেশটা কমিটির বৈঠক হয়েছে তাতে বৃহস্পতিবার পর্যন্তই সূচি প্রকাশ করা হয়েছে। সেই সুচি অনুসারেই ওইদিন পঞ্চায়েত দপ্তর নিয়ে আলোচনা আড়াই ঘন্টার। ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে এই পঞ্চায়েতের মাধ্যমে গ্রামীণ ভোটারদের কাছে পৌঁছতে চাইছে রাজ্য সরকার। ইতিমধ্যেই পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে ১২ লক্ষ মানুষকে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরি করে দিচ্ছে রাজ্য। যেটা ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য একটা বড় অস্ত্র হতে চলেছে। এছাড়া এবার বাজেটে এই পঞ্চায়েত দপ্তরের জন্যই রেকর্ড বরাদ্দ রাখা হয়েছে। সেখানে যদি মুখ্যমন্ত্রী এই দপ্তর নিয়ে আলোচনায় সরাসরি অংশগ্রহণ করেন তাহলে সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে।
শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী বিধানসভায় যাওয়া মানেই একাধিক ছোটখাটো বৈঠক করেন যতদূর জানা যাচ্ছে এবার ওই বিধানসভায় ক্যাবিনেট বৈঠকের দিন একাধিক জেলাকে নিয়েও বৈঠক করতে পারেন তিনি। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো বিধানসভায় পঞ্চায়েত নিয়ে আলোচনার ফাঁকেই মন্ত্রিসভার বৈঠক। নোটের উপর আর একটা ঘটনা বহুল দিন হতে চলেছে আগামী বৃহস্পতিবার।