InternationalNews

বিজিবির হাতে আটক জলঙ্গীর দুই কৃষক,কী ঘটেছিল সীমান্তে?  

রানা মাসুদ,মানুষের মতামত:মুর্শিদাবাদের জলঙ্গী ভারত-বাংলাদেশ সীমান্তে চাঞ্চল্যকর ঘটনা। জানা গেছে,ভারতীয় ভূখণ্ডে চাষাবাদের সময় দুই ভারতীয় কৃষককে আটক করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।আটক হওয়া কৃষকরা হলেন আবু সাঈদ ও কানু হলদার,দুজনেই জলঙ্গী থানার বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গেছে, সকালে নিজেদের কৃষিজমিতে কাজ করতে গিয়েছিলেন তারা। কিন্তু সীমান্ত সংলগ্ন ওই জমিতে কাজ করার সময় বিজিবি তাদের আটক করে চিলমারী ক্যাম্পে নিয়ে যায়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সীমান্ত এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।ঘটনার খবর পেয়ে জলঙ্গীর ১৪৬ নম্বর বিএসএফ ক্যাম্পে ছুটে যান চোয়াপাড়া পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি রাকিবুল ইসলাম রকি। তিনি আটক কৃষকদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করেন।

বিএসএফ দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে এবং বিজিবির সঙ্গে যোগাযোগ শুরু করে। বর্তমানে বিএসএফ ও বিজিবির মধ্যে ফ্ল্যাগ মিটিং চলছে এবং দুই ভারতীয় কৃষককে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তারা কবে মুক্ত হবেন। এই অনিশ্চয়তায় উৎকণ্ঠায় রয়েছেন পরিবারের সদস্যরা।

এই ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গেছে। তবে ঠিক কী কারণে বিজিবি ভারতীয় কৃষকদের আটক করেছে, তা নিয়ে তদন্ত চলছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *