মেদিনীপুরে মিলতে পারে সোনা,জোরকদমে খোঁজ করছে জিএসআই
নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত: মেদিনীপুরের মাটিতে মিলতে পারে সোনা। শুধু সোনা নয়,অন্যান্য খনিজ পাওয়া যেতে পারে বলে অনুমান করছেন ভূবিজ্ঞানীরা। সেই সব গুরুত্বপূর্ণ খনিজের সন্ধানে জোরকদমে খোঁজ করছে জিএসআই বিজ্ঞানীরা।
জিএসআই নির্দেশক অসিত সাহা বলেন,”মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বিভিন্ন খনিজ সন্ধানে কাজ চলছে। পানীয় জলে আর্সেনিকের সন্ধান এবং তার কারণ ও প্রতিকার বিষয়েও নদীয়ার বিভিন্ন এলাকায় কাজ চলছে। মেদিনীপুরে সোনা এবং অন্যান্য খনিজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। নদিয়া এবং মুর্শিদাবাদের নদী ভাঙ্গন এবং আর্সেনিকের কারণ কি সে বিষয়ে জানতে গবেষণা চলছে। সব মিলিয়ে জি এসআইয়ের আড়াই থেকে তিন হাজার গবেষক বিজ্ঞানী নানান জায়গায় কাজ করছেন।”
বিদেশের মাটিতে কি কি ধরনের খনিজ আছে? সেই পরীক্ষাও করছে জিএসআই। প্রতিষ্ঠানের ১৭৫ বছরে দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে কাজ শুরু করল জিএসআই। ভূ-বৈজ্ঞানিক গবেষণা, খনিজ অনুসন্ধান সহ প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা এবং তার প্রতিকার বিষয়ে নানা গবেষণা শুরু করেছে। আফ্রিকার সোমালিয়ার পর এবার জাম্বিয়াতে এই কাজ শুরু করা হবে বলে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নির্দেশক অসিত সাহা জানিয়েছেন। তিনি বলেন,”আফ্রিকান দেশগুলোতে প্রাথমিকভাবে কাজ শুরু করা হয়েছে। সোমালিয়াতে আগেই কাজ শুরু করা হয়েছিল। এবার জাম্বিয়াতে খুব শীঘ্রই আমাদের কাজ শুরু করা হবে।”
বিদেশের মাটিতে খোঁজখবর নেওয়ার পাশাপাশি এদেশেও যে একাধিক প্রজেক্ট চলছে। আন্দামানে ন্যাচারাল হাইড্রোজেন গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে। সে বিষয়ে আরো গবেষণার জন্য প্রতিষ্ঠানের ৫০ থেকে ৬০ জন গবেষক দিনরাত কাজ চালিয়ে যাচ্ছেন।