মমতার অভিযোগের পাল্টা শুভেন্দুর
স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:গতকালই কলকাতার নেতাজি ইন্ডোরের সভা থেকে ভূতুড়ে ভোটার লিস্ট নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর সেই অভিযোগের পাল্টা এবার বিরোধী দলনেতার। শুভেন্দু অধিকারী বলেন, “ভূতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস। রোহিঙ্গা মুসলিম, অবৈধ অনুপ্রবেশকারীদের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস। ৯টা সীমান্তবর্তী জেলায় ভূতুড়ে ভোটারের নাম তুলেছে তৃণমূল। পশ্চিমবঙ্গে আধার ও এপিক লিংক করে বায়োমেট্রিক মেশিন দিয়ে ভোট করাতে হবে।”
এরই পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে চিঠিও দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে গতকালই তৃণমূলের মেগা সমাবেশ থেকে ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে তাঁর নিশানায় নির্বাচন কমিশন। বি জে পি-র মদতে নির্বাচন কমিশনের লোকজন ভোটার তালিকায় কারচুপি করছে বলে অভিযোগ তোলেন তৃণমূলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে মনে করেন শুভেন্দু অধিকারী। এই বিষয়টি নিয়েই এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা।