আদিবাসী সংগঠনের নেতৃত্বের সঙ্গে বৈঠক নওশাদ সিদ্দিকীর,নেপথ্যে কোন অঙ্ক ?
সানি রায়,মানুষের মতামত:২৬ বিধানসভা নির্বাচনের আর বছর খানেক দেরি। তার আগে আচমকাই ডুয়ার্স সফরে এলেন আইএসএফ নেতা ও ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকী ।নওশাদ মাল বাস স্ট্যান্ড লাগোয়া একটি বেসরকারি লজে ডুয়ার্সের চা বাগানের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন।ডুয়ার্সের চা বলয়ে আদিবাসী মানুষের সমস্যা সম্পর্কে অবহিত হতে চেয়েছেন নওশাদ । নওশাদের বৈঠকে যোগ দেন আদিবাসী নেতা রাজেশ লাকড়া।এছাড়াও উপস্থিত ছিলেন আদিবাসী গ্রাম সভার সভাপতি চন্দন লোহার, রঞ্জিত তির্কী,নেহ ইন্দুয়ার, ধনরাজ টিগ্গা,মহেন্দর লোহার।
এদিন চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির ক্ষেত্রে সরকারের পদক্ষেপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নওশাদ। তিনি বলেন, ‘রাজ্য সরকারের এই সমস্ত খামতি আমি বিধানসভায় তুলে ধরবো, চা বাগানের শ্রমিকদের লড়াইয়ে আমিও তাদের পাশে থাকবো।’ এদিন দুপুরে স্কুল পড়ুয়াদের সঙ্গে বেশ খানিকটা সময় কাটান বিধায়ক নওশাদ। বেশ কিছু চা বাগান তিনি পরিদর্শন করতে পারেন বলে জানা গেছে। তবে নওশাদের এই সফরের পেছনে রাজনৈতিক কোনও অঙ্ক রয়েছে কিনা তা জানা যায়নি।