পাখির চোখ বিধানসভা নির্বাচন:তৃণমূলের কৌশল নির্ধারণে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে গুরুত্বপূর্ণ বৈঠক
জিৎ দত্ত,মানুষের মতামত:কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় কৌশল নির্ধারণে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বৃহস্পতিবার সকাল ১১টা থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হবে। দলীয় সূত্রের খবর,এই বৈঠকে উপস্থিত থাকবেন দলের বিধায়ক, সাংসদ,ব্লক সভাপতি,জেলা সভাপতি,জেলা পরিষদের সভাধিপতি,শাখা সংগঠনের প্রধান ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদাধিকারীরা।ইতিমধ্যেই তাঁদের কাছে আমন্ত্রণ পাঠানো শুরু হয়েছে।
সূত্রের খবর, আগামীকালই এই বৈঠকের সূচি ও বক্তাদের তালিকা ঘোষণা করা হবে। তৃণমূলের এক শীর্ষস্থানীয় নেতা জানিয়েছেন, রাজ্যের বাজেট বাস্তবায়ন, উন্নয়ন প্রকল্পের প্রচার কৌশল এবং সাংগঠনিক পরিবর্তন সংক্রান্ত বিষয়গুলিই এই বৈঠকের মূল এজেন্ডা। এছাড়াও, আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল নির্ধারণ নিয়েও আলোচনা হবে। বাজেট অধিবেশনের কারণে এই বৈঠক কিছুটা পিছিয়ে গিয়েছিল, তবে শেষ পর্যন্ত ২৭ ফেব্রুয়ারি এই বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই শিক্ষক সংগঠন সহ, সাংগঠনিক স্তরে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। শিক্ষক ও অধ্যাপক সংগঠনে রদবদল করা হয়েছে, এবং কিছু পুরসভার চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অনুমান করা হচ্ছে, মার্চের প্রথম সপ্তাহেই এই পরিবর্তন কার্যকর করা হতে পারে। এদিকে, তৃণমূল সুপ্রিমো দলীয় নেতৃত্বকে নির্দেশ দিতে পারেন যে, সরকারের উন্নয়ন প্রকল্পগুলি কীভাবে জনমানসে আরও জোরালোভাবে প্রচার করা যায় তা নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে। তৃণমূল কংগ্রেসের কৌশলগত পরিকল্পনায় বাজেটের রূপরেখা বাস্তবায়নের রোডম্যাপ কীভাবে কার্যকর করা হবে, তা নিয়েও বিস্তর আলোচনা হতে পারে এই বৈঠকে।
এই বৈঠকের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকের আগে, সোমবার তৃণমূল ভবনে একটি প্রস্তুতি বৈঠক ডাকা হয়েছে। সেখানে দলীয় সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে সুস্পষ্ট বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই প্রস্তুতি বৈঠক থেকেই ২০২৬ সালের নির্বাচনের জন্য প্রস্তুতির প্রথম দফার ঘোষণা হতে পারে। রাজনৈতিক মহলের মতে, এই বৈঠক শুধুমাত্র সাংগঠনিক রদবদলের জন্য নয়, বরং দলকে শক্তিশালী করার দিকনির্দেশনা দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তৃণমূল সুপ্রিমোর বক্তব্য এবং পরবর্তী সিদ্ধান্তগুলি দলের ভবিষ্যৎ রণকৌশলের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।