মিনাখায় বাস দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু,আহত প্রায় ৪০ তদন্তে পুলিশ
ইয়ামুদ্দিন সাহাজি,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার মিনাখার জয়গ্রাম এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। দ্রুত গতিতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাসন্তী হাইওয়ের ধারে থাকা একটি চায়ের দোকানে ধাক্কা মারার ফলে মৃত্যু হয়েছে তিনজনের, যাদের মধ্যে একজন মহিলা রয়েছেন। এছাড়া, বাসে থাকা প্রায় ৪০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরবেরড়িয়ার একটি বিয়ের অনুষ্ঠান থেকে কলকাতার উদ্দেশ্যে ফিরছিল একটি যাত্রীবোঝাই বাস। রাতের অন্ধকারে মিনাখার জয়গ্রাম এলাকায় পৌঁছানোর আগেই আচমকা দ্রুত গতিতে বাইক একটি বাসের সামনে চলে আসে। বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি সজোরে রাস্তার ধারে থাকা একটি চায়ের দোকানে ধাক্কা মারে।
বাসের প্রচণ্ড গতির ফলে ধাক্কা এতটাই তীব্র হয় যে দোকানটি সম্পূর্ণ ভেঙে যায়, এবং বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। তাদের মধ্যে এক মহিলাও রয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে মিনাখা থানার পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তাদের দ্রুত মিনাখা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে কলকাতার বড় হাসপাতালে রেফার করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার পর বাসটির সামনের অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধাক্কার ফলে বাসটি রাস্তার পাশের দোকানে ঢুকে পড়ে, যার ফলে দোকানের ছাদ ও কাঠামো সম্পূর্ণ ভেঙে পড়ে। বাসের জানালার কাচ ছিটকে পড়ে, এবং ভিতরে থাকা যাত্রীরা গুরুতরভাবে আহত হন।
এই দুর্ঘটনার কারণ নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মিনাখা থানার পুলিশ। তবে মর্মান্তিক দুর্ঘটনার পর নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার কঠোর তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।