ভাঙ্গরে নাকা চেকিং চলাকালীন পুলিশ কর্মীকে ধাক্কা,গুরুতর আহত এক কনস্টেবল
ইয়ামুদ্দিন সাহাজী,মানুষের মতামত:ভাঙ্গরের উত্তর কাশিপুর থানার জামিরগাছিতে নাকা চেকিং চলাকালীন এক পুলিশ কর্মীকে সজোরে ধাক্কা মারল একটি চারচাকা মালবাহী গাড়ি। গুরুতর আহত কনস্টেবল অমল মণ্ডলকে রক্তাক্ত অবস্থায় জিরেনগাছা হসপিটালে নিয়ে গিয়েছেন চিকিৎসার জন্য।
শনিবার সকালে এই ঘটনাটি ঘটে, যখন নাকা চেকিংয়ের সময় একটি পিকআপ ভ্যান আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ কর্মীকে ধাক্কা মারে। ঘটনার পর পুলিশ গাড়িটিকে আটক করলেও উত্তেজিত জনতা পুলিশের ওপর চড়াও হয়ে চালককে ছিনিয়ে নিয়ে যায়। বর্তমানে চালক পলাতক থাকলেও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তর কাশিপুর থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং পলাতক চালকের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।