মাধ্যমিক পরীক্ষার্থী নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য,এলাকায় চাঞ্চল্য
ইয়ামুদ্দিন সাহাজী,মানুষের মতামত:মাধ্যমিক পরীক্ষার্থী এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য। ঘটনাটি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ের বামনঘাটা এলাকায়। অভিযোগ বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত বামনঘাটা এলাকায় হরিনাম সংকীর্তনের সময় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সংকীর্তন চলাকালীন মহিলারা দধি টানার খেলায় ব্যস্ত ছিলেন। সেই সময় পঞ্চায়েত সদস্য চিরঞ্জিত মণ্ডল, যিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ, এক নাবালিকাকে টানাটানি করেন। তার জামাকাপড় ছিঁড়ে যায় এবং আপত্তিকরভাবে স্পর্শ করা হয় বলেও অভিযোগ ওঠে।
নাবালিকা কান্নারত অবস্থায় বাড়ি ফিরে পরিবারের কাছে পুরো ঘটনা জানায়। প্রতিবাদ করতে গেলে অভিযুক্ত চিরঞ্জিত মণ্ডল ও তার সমর্থকেরা নাবালিকার পরিবারের ওপর হামলা চালায় বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সহ তাঁর দুই সাগরেদকে গ্রেফতার করেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।
আজ শুক্রবার সকালে আবারও অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সহ বাকিদের গ্রেপ্তারের দাবিতে বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। ভাঙ্গর দু নম্বর ব্লকের কলকাতা লেদার কমপ্লেক্স থানার বামনঘাটা বাজারে এই রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা। পরে অবরোধ তুলে দেয় কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ আধিকারিকরা। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।