বাংলাদেশের ব্যাপারটা মোদীই দেখে নেবেন:ট্রাম্প
স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার বসার পর এই প্রথম তাঁর সাক্ষাৎ হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। দুই রাষ্ট্রনেতার গুরুত্বপূর্ণ বৈঠকও হল। একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে দুই শীর্ষ নেতার। সেই বৈঠকের পরেই যৌথ সাংবাদিক বৈঠক করেন ট্রাম্প-মোদী। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমেরিকার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই ট্রাম্প বলেন, “আমেরিকা বাংলাদেশের সঙ্গে কোনওভাবেই জড়িত নয়। বাংলাদেশের সমস্যা মেটানোর ভার আমি প্রধানমন্ত্রী মোদীর ওপর ছাড়লাম।”