মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে জলপাইগুড়ির প্রত্যন্ত এলাকায় বনদপ্তর
সানি রায়,মানুষের মতামত:একেবারে সাত সকালে উর্দীধারী বেশ কয়েকজন হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির উত্তরবঙ্গের প্রত্যন্ত বনজঙ্গল লাগোয়া বনবস্তিতে। তবে আজ তারা কোন অবৈধভাবে মজুদ করা কাঠ কিংবা উদ্ধার কাজে আসেনি। জলপাইগুড়ি জেলায় মোট ১০০ টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে জলপাইগুড়ি বন বিভাগের জঙ্গল লাগোয়া বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র রয়েছে। বিশেষ করে ধুপগুড়ি ও বানাহাট ব্লকের এবারের মাধ্যমিক পরীক্ষার্থীদের জঙ্গল পেরিয়ে বন্যপ্রাণীদের করিডোর দিয়েই পরীক্ষা কেন্দ্র যেতে হয়।যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাদের কথা মাথায় রেখেই বনদপ্তরের এই বাড়তি ভূমিকা। একদিকে দেখা যাচ্ছে বন কর্মীরা বিভিন্ন বন্য প্রাণীর করিডোর গুলিতে বাড়তি কর্মচারী নিয়োগ করেছেন।পাশাপাশি বনদপ্তরের গাড়িতে করেই একেবারে পরীক্ষাটিদের বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।আর যা ঘিরে অভিভাবক মহলে অনেকটা স্বস্তির নিঃশ্বাস।