NewsPublic Interest NewsUncategorized

পুলিশের বিরুদ্ধে এফআইআর করা হবে,হুশিয়ারি ভাঙড়ের জমি রক্ষা কমিটির

ইয়ামুদ্দিন সাহাজী,মানুষের মতামত:শনিবার পোলেরহাট থানা চলো অভিযান কর্মসূচি পালন করে ভাঙড়ের জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। এদিন বৈকালে ভাঙড়ের পাওয়ার গ্রিড এলাকা থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় পোলেরহাট থানা পর্যন্ত। গত ৫ই ফেব্রুয়ারি তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল নাগরিক সমাজ। যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলো ছিল ভাঙড়ের জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। অভিযোগ স্বাস্থ্য ভবন যাওয়ার আগেই ভাঙড়ের পাওয়ার গ্রীড এলাকায় জমি কমিটির সদস্যদের আটকে দেয় পুলিশ। এমনকি জমি কমিটির সম্পাদক মির্জা হাসান,পঞ্চায়েত সমিতির সদস্য নিজাম মোল্লা সহ একাধিক জনকে আটক করে পোলেরহাট থানার পুলিশ। জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যদের ওপর অত্যাচার চালানো হয়েছে বলে অভিযোগ করেন জমি কমিটির সদস্যরা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন পোলেরহাট থানা অভিযান জমি কমিটির। যে পুলিশ নির্বাচিত প্রতিনিধিদের উপর হাত দিয়েছে সেই পুলিশের বিরুদ্ধে এফআইআর করা হয় বলে জানান কমিটির সদস্যরা। পোলেরহাট থানার সামনে অবস্থানে বসে আরজিকর কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে আন্দোলন-বিক্ষোভ জারি থাকবে বলে জানান জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যরা।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *