বিজেপিকে তুলোধনা অভিষেকের
স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে এবার বিজেপিশাসিত উত্তর প্রদেশ সরকারকে তুলোধোনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। “এখনও পর্যন্ত মৃতের সংখ্যাই নির্দিষ্ট করে জানাতে পারল না। আমার তো মনে হয় কমপক্ষে ১০০ জন মারা গিয়েছেন।” শুক্রবার দিল্লি রওনা হওয়ার আগে বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বলেছেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে আগামিকালের কেন্দ্রীয় বাজেট নিয়েও মুখ খুলেছেন তৃণমূল সাংসদ।
বাজেট নিয়ে কী বললেন অভিষেক?
“এরা ক্ষমতায় আসার পর যতবার বাজেট পেশ করেছে তাতে গরিব মানুষের জন্য কোনও রিলিফ নেই। এরা উদ্যোগপতিদের বাজেট পেশ করে। গত ১০ বছরে বড়লোক আরও বড়লোক হয়েছে, গরিব আরও গরিব হয়েছে। বাজেট নিয়ে আমার কোনও আশা নেই। এরা কারও জন্য কিছু করবে না। এদের আমলেই নোটবন্দি থেকে শুরু করে জিএসটি সব হয়েছে।”
“খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। এত মানুষ যখন যাবেন একটা মিনিমাম ব্যবস্থাপনা বা প্রস্তুতির দরকার ছিল। পরিকল্পনা বা প্রস্তুতি কম, প্রচার-ঢাক-ঢোল পিটিয়ে মার্কেটিং বেশি। কোনও প্ল্যানিং ছিল না। এমন দুর্ঘটনা যদি বিজেপি বিরোধী কোনও রাজ্য যেমন তামিলনাড়ু, বাংলায় ঘটতো তাহলে এতক্ষণে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলা হতো। মৃতের সংখ্যাটা ১০০ পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই। প্রচার
বেশি আর প্রস্তুতি কম হলে যা হওয়ার তাই হয়েছে। বিজেপি কোনও ঘটনা থেকে শিক্ষা নেয় না।”