NewsSocial Welfare News

ভাঙ্গড়ে তৃণমূলের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নওশাদের বিরুদ্ধে তোপ দাগলেন শওকাত 

ইয়ামউদ্দিন সাহাজি,মানুষের মতামত;দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শওকাত মোল্লা বলেন যে আইএসএফ ভিকারির দল আর নওশাদ সিদ্দিকী একজন চিটিংবাজ ও চার পয়সার চানাচুর, ২০২১ এর বিধানসভায় ভোটে জিতে ভাঙ্গড়ের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল ভাঙ্গড়ে মেডিকেল কলেজ তৈরি করা হবে এবং ভাঙ্গরের সার্বিক উন্নয়ন করা হবে কিন্তু এখনো পর্যন্ত কিছুই করতে পারেনি চার বছর হয়ে গিয়েছে।

যখন ইলেকশন আসে তার ছয় মাস আগে থেকে বিধানসভায় বিজেপির বিধায়কদের সাথে কোলাকুলি করে, বিজেপি বিধায়করা যেটা বলে সেটাই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলে, আর ভাঙ্গরে এসে সংখ্যালঘু মুসলিমদের জন্য মায়া কান্না কাঁদে, আমি বিধানসভার সদস্য হিসাবে দায়িত্ব নিয়ে বলছি, বললেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা।

আগামী ২০২৬-এ বিধানসভা নির্বাচনের জন্য ভাঙ্গড়ে তৈরি আছে তৃণমূল কংগ্রেস, যদি হিম্মত থাকে বুকের পাটা থাকে রাজনৈতিকভাবে লড়াই হবে আমি দায়িত্ব নিয়ে বলছি লোকসভা ভোটে ৮৭ হাজার লিড পেয়েছি ২০২৬ এর বিধানসভা ভোটে এক লক্ষ ভোটে লিড পাব বললেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *