NewsRecent News

কামারহাটির ধোবিয়া বাগান এলাকায় হেলে পড়লো নির্মিয়মান বাড়ি,কপালে ভাজ প্রশাসনের,বাড়ির নির্মাণ বন্ধ করে দিলো কামারহাটি পুরসভা

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:কামারহাটি সাত নম্বর ওয়ার্ড ধুবিয়াবাগানে আচমকাই তিন তলা বিল্ডিং হেলে পড়েছে। ছয় থেকে সাত মাস ধরে এই বিল্ডিং-র কাজ হচ্ছিল। বিল্ডিং-র পাশে একটি স্কুল আছে,নতুন বিল্ডিং তৈরীর করা চলাকালীনই বিল্ডিং হেলে গেছে। প্রমোটার চায়না কোম্পানিকে ডেকে হাইড্রোলিক পদ্ধতিতে বিল্ডিং সোজা করার পরিকল্পনা করছে।এলাকার বাসিন্দাদের অভিযোগ নতুন অবস্থায় নির্মিত বিল্ডিং এর এই অবস্থা।এরপরে যখন বিল্ডিংয়ে সাধারণ মানুষ বসবাস করবে, সেই বিল্ডিং অবস্থা কি হবে? এখনই আশঙ্কায় আছেন এলাকার মানুষ। বিল্ডিং চারপাশ দিয়ে নিয়ম মাফিক কোন ছাড় নেই।এলাকার স্থানীয় কাউন্সিলর এসে ঘটনাটি পরিদর্শন করেন এবং কাজ বন্ধ করে দিলেন। এলাকার মানুষের অভিযোগ এই ভাবেই কামারহাটিতে বেআইনিভাবে বহুতল নির্মাণ হচ্ছে এবং প্রোমোটারদের ঠ্রেট কালচারও চলছে। এলাকার মানুষ আতঙ্কিত। এলাকার মানুষের একটাই প্রশ্ন কামারহাটিতে এইভাবে যদি বেআইনি বিল্ডিং নির্মাণ হয় ভবিষ্যতে কামাহাটি বসবাস করা ভয়ানক পরিস্থিতি হবে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *