গ্রাহক সেজে টুকটুকি নিয়ে চম্পট দুষ্কৃতিদের
স্নেহাশিস মুখার্জি,মানুষের মতামত:গ্রাহক পরিচয় দিয়ে টুকটুকি ভাড়া করে নিয়ে গিয়ে টুকটুকি চালককে মারধর করে টুকটুকি নিয়ে চম্পট দিলো দুষ্কৃতীরা। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আহত ওই টুকটুকি চালককে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় রানাঘাট হাসপাতালে। সূত্রের খবর,ধানতলা থানার শঙ্করপুর এলাকার এক বাসিন্দা পেশায় টুকটুকি চালক,অভিযোগ টুকটুকি আইসমালি যাওয়ার জন্য ভাড়া করে জনা কয়েক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তারা টুকটুকি নিয়ে আইসমালি যাওয়ার পর একটি ঘরে টুকটুকি চালককে কাজের অছিলায় ডাকে ও মাথায় কিছু দিয়ে আঘাত করে। ঘটনায় ওই টুকটুকি চালক অচৈতন্য হয়ে গেলে টুকটুকি নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পরে পুলিসের কাছ থেকে খবর পেয়ে পরিবারের লোকেরা ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই টুকটুকি চালক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।