ছেলেকে খুন করে থানায় আত্মসমর্পণ মায়ের,চাঞ্চল্য ছড়াল বারুইপুরে
ইয়ামুদ্দিন সাহাজী:বারুইপুরের নরেন্দ্রপুর থানার খেয়াদহ এলাকায় ঘটল এক নৃশংস ঘটনা, যা রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ৮ বছরের ছোট্ট ছেলে দেবজিত মণ্ডলকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে তার মা তনুজা মণ্ডলের বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনার পর তনুজা নিজেই নরেন্দ্রপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেবজিত মণ্ডল তৃতীয় শ্রেণির ছাত্র। তার বাবা প্রসেনজিৎ মণ্ডল পেশায় মাছের ব্যবসায়ী। ঘটনার সময় তিনি ব্যবসার কাজে বাইরে ছিলেন। বাড়িতে তনুজা ও দেবজিত একাই ছিল। সকাল ১০টা নাগাদ দেবজিতের ঠাকুমা বাড়িতে এসে তাকে খুঁজতে শুরু করেন। কিন্তু ঘরে ছেলের কোনো সন্ধান না পেয়ে তিনি প্রতিবেশীদের ডাকেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে খাটের নিচে কম্বলে মোড়া অবস্থায় দেবজিতের নিথর দেহ উদ্ধার হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নরেন্দ্রপুর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যে পুলিশ অভিযুক্ত তনুজা মণ্ডলকে গ্রেপ্তার করেছে। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানিয়েছেন, ঘটনাটি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনাস্থলে উত্তেজনা চরমে ওঠে। স্থানীয় মহিলারা অভিযুক্ত মায়ের উপর চড়াও হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। উল্লেখযোগ্যভাবে, এর আগেও তনুজার বিরুদ্ধে তার ৬-৭ মাস বয়সী ছোট ছেলেকে খুনের অভিযোগ উঠেছিল।
এই ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। দেবজিতের এই মর্মান্তিক পরিণতি নিয়ে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। অভিযুক্তকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।