NewsSocial Welfare News

ভাঙড় মহাবিদ্যালয়ের নজিরবিহীন সাফল্য: ন্যাক-এর ‘A- গ্রেড’

ইয়ামুদ্দিন সাহাজী,মানুষের মতামত:ভাঙড় মহাবিদ্যালয় ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল (ন্যাক)-এর বিচারে ‘এ গ্রেড’ অর্জন করেছে। কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজ, নিউ আলিপুর কলেজ ও বেহালা কলেজের মতোই এবার রাজ্যের অন্যতম সেরা সরকারি কলেজ হিসেবে স্বীকৃতি পেল ভাঙড় কলেজ। এর আগে বি, বি প্লাস, বি প্লাস প্লাস গ্রেড পাওয়া এই কলেজ এবারে একাধিক বিভাগে সর্বাধিক নম্বর অর্জন করে।

ভাঙড় মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ড. বীর বিক্রম রায় জানান, এটি কলেজের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। তিনি বলেন, “এ সাফল্যের পিছনে প্রত্যেকের অবদান রয়েছে। ভাঙড়কে দেশের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

কলেজ পরিচালন কমিটির সভাপতি বাহারুল ইসলাম জানান, ন্যাক-এর বিশেষ দল কলেজের পরিকাঠামো, শিক্ষার মান, পড়ুয়াদের সাফল্য, প্রশাসনিক দক্ষতাসহ মোট ৭টি বিষয়ের ভিত্তিতে মূল্যায়ন করে এই গ্রেড প্রদান করেছে।

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এই কলেজ বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং এখানে ৭ হাজারেরও বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করেন। ‘এ গ্রেড’ স্বীকৃতি কলেজকে কেন্দ্রীয় আর্থিক সহায়তা পেতে আরও সুবিধা দেবে এবং জাতীয় মানচিত্রে প্রতিষ্ঠিত করবে।

এই সাফল্য রাজনীতির কলঙ্ক থেকে মুক্ত হয়ে ভাঙড়ের শিক্ষাক্ষেত্রে নবদিগন্তের সূচনা বলেই মনে করছে জেলার শিক্ষা মহল।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *