কুলতলীতে জোড়া বাঘের আতঙ্ক, বনদপ্তরের অভিযান শুরু,বাঘ ধরার জন্য পাতা হয়েছে দুটি খাঁচা
ইয়ামুদ্দিন সাহাজী,মানুষের মতামত:দক্ষিণ ২৪ পরগনার কুলতলী কিশোরী মোহনপুর এলাকায় ফের দেখা দিলো বাঘের হানার আতঙ্ক। স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে আচমকা বাঘের গর্জন শুনতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন। আতঙ্কের চিৎকারে সারা এলাকায় ভীতি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং জঙ্গল এলাকাকে জাল দিয়ে ঘিরে ফেলার কাজ শুরু করেন।
তবে সন্ধ্যার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, কারণ এলাকাবাসীরা দুটি বাঘের গর্জন শুনতে পান। এই খবরের পর গোটা গ্রামে আতঙ্ক আরও বাড়তে থাকে। বনদপ্তরের কর্মীরাও উদ্বিগ্ন হয়ে ওঠেন এবং অবিলম্বে বাঘ ধরার জন্য দুটি খাঁচা বসানোর সিদ্ধান্ত নেন।
সন্ধ্যা থেকেই ওই এলাকায় দুটি খাঁচা পাতা হয়েছে, যার ভেতরে ছাগল রাখা হয়েছে প্রলোভন হিসেবে। স্থানীয় মানুষ বনদপ্তরের এই উদ্যোগের প্রতি ভরসা রাখলেও, পুরো গ্রামে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং সবাইকে সাবধানে থাকতে বলা হয়েছে।
এলাকার বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং বনদপ্তরের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হচ্ছে যে দ্রুত বাঘ ধরার ব্যবস্থা নেওয়া হবে। এই জোড়া বাঘের গর্জনে পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয় প্রশাসনও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বনদপ্তরের এই অভিযান সফল হলে এলাকাবাসী নিশ্চিন্ত হতে পারবে বলে আশা করা হচ্ছে।