ঘনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে গ্যাস ভরার ব্যবসা বন্ধে পুলিশি অভিযান
ইয়ামউদ্দিন সাহাজি,মানুষের মতামত:উত্তর কাশিপুর থানার শোনপুরে ঘন জনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে অটোতে গ্যাস ভরার ব্যবসা বন্ধ করতে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অভিযান চালায়। সোনপুর অটো স্ট্যান্ডের কাছে দুটি দোকানে অভিযান চালিয়ে প্রায় ৬০টি গ্যাস সিলিন্ডার, চারটি গ্যাস ভরার মেশিন ও একাধিক সরঞ্জাম উদ্ধার করা হয়। দুই ব্যবসায়ীকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে দিনের পর দিন এই অবৈধ কার্যকলাপ চালু থাকলেও স্থানীয় থানার পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে এলাকায় বৈধ গ্যাস পাম্প না থাকায় সাধারণ অটোচালকরা সমস্যায় পড়ার আশঙ্কা করছেন।