ভাঙ্গড় থানায় ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন, খেলায় অংশ নিলেন বিধায়ক ও পুলিশ আধিকারিকরা
ইয়ামুদ্দিন সাহাজী,মানুষের মতামত:কলকাতা পুলিশের ভাঙ্গড় থানায় সম্প্রতি উদ্বোধন হলো একটি ব্যাডমিন্টন কোর্ট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, ভাঙ্গড় ডিভিশনের ডেপুটি কমিশনার অফ পুলিশ টু শুভজিৎ সিং, এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন পুলিশ আধিকারিক ও একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ।
উদ্বোধনের পর একটি প্রীতি ব্যাডমিন্টন ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করেন বিধায়ক শওকত মোল্লা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম। তাদের প্রতিপক্ষ ছিলেন ডেপুটি কমিশনার শুভজিৎ সিং ও অ্যাসিস্ট্যান্ট কমিশনার।
এই উদ্যোগ ভাঙ্গড় থানার আধুনিকীকরণ এবং ক্রীড়া চেতনা বৃদ্ধি করার লক্ষ্যে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। থানা চত্বরে এ ধরনের উদ্যোগ পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত প্রকাশ করেছেন উপস্থিত নেতৃবৃন্দ।