বাংলার ঘর গ্রামীণ প্রকল্পে মোটা অংকের কাটমানির অভিযোগ উঠল বেলডাঙ্গা ২ নম্বর ব্লকে
মোঃ আমিনুল হক,মানুষের মতামত: সরকারের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে বাংলার ঘর গ্রামীণ প্রকল্পে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কিছু অসাধু রাজনৈতিক নেতা ও আধিকারিক বাংলার ঘর গ্রামীণ প্রকল্পে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করছেন বলে সরাসরি অভিযোগ উঠতে শুরু করেছে বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায়।অতিষ্ঠ হয়ে নিরীহ স্থানীয় মানুষজন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ফোন মারফত জানাতে শুরু করে। জানা যায়,বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড সহ গাজা চাষে সরাসরি অভিযুক্ত রামপাড়া ওয়ান গ্রাম পঞ্চায়েত মেম্বার সত্যনারায়ণ ঘোষ তার এলাকার সাধারণ দরিদ্র পরিবারের লোকেদের কাছে কুড়ি হাজার টাকা করে কাটমানি দাবি করেন আর অনাদায়ে বাকি কিস্তির প্রাপ্য টাকা আর একাউন্টে ঢুকবে না এমনই ভাবে তাদেরকে ভয় দেখায় বলে “মানুষের মতামত” কে জানান তারা!
আবার এমনকি সংবাদমাধ্যমের সামনে মুখ খোলার দায়ে সত্যনারায়ণ ঘোষ ও তার দলবল বাড়ি বাড়ি গিয়ে সেই সমস্ত পরিবারকে রীতিমতো থ্রেট করছে বলে তার বিরুদ্ধে আরও এক চাঞ্চল্যকর অভিযোগ গ্রামবাসীদের!এ বিষয়ে রেজিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান রবিউল আলম চৌধুরীকে “মানুষের মতামত”-র তরফে জিজ্ঞাসা করলে তিনি বলেন ‘কোন অসহায় দরিদ্র ব্যক্তির কাছ থেকে বাংলার ঘর গ্রামীণ প্রকল্পে টাকা তোলে এবং তা যদি প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে দলীয়ভাবে আইনানগ ব্যবস্থা গ্রহণ করা হবে’