NewsPublic Interest NewsRecent News

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমলো

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমেছে। রিজার্ভ ব্যাংকের প্রকাশিত তথ্যে দেখা গেছে,২০ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৮ দশমিক ৪ বিলিয়ন ডলার কমে ৬৪৪ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
এর আগে ১৩ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে রিজার্ভ ১ দশমিক ৯৮ বিলিয়ন ডলার কমে ৬৫২ দশমিক ৮৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়ে ছিল।
বিশ্বে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। অর্থাৎ চীন, জাপান ও সুইজারল্যান্ডের পরেই ভারতের অবস্থান।
অন্যদিকে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় টাকার পতন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসম্বের) রেকর্ড পতনের মধ্য দিয়ে টাকার লেনদেন শেষ হয়।
ওই দিন মূল্য ৮৪ থেকে ৮৫ টাকাতে নামতে সময় লেগেছে দুই মাসের বেশি। অন্যদিকে ৮৩ থেকে ৮৪ টাকাতে নামতে লাগে ১৪ মাস।
ভারতীয় মুদ্রাটির মূল্য ৮৪ থেকে ৮৫ টাকাতে নামতে সময় লেগেছে দুই মাসের বেশি। অন্যদিকে ৮৩ থেকে ৮৪ টাকাতে নামতে লাগে ১৪ মাস।
তাছাড়া ভারতের জিডিপি প্রবৃদ্ধি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কমে ৫ দশমিক ৪ শতাংশ হয়েছে, যা প্রায় দুই বছরের মধ্যে সর্বনিম্ন। আগের বছর একই সময়ে প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ১ শতাংশ। মূলত উৎপাদনখাতের ধীর গতির কারণেই প্রবৃদ্ধি কমেছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *