NewsPoliticsRecent News

সন্দেশখালিতে মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতির পরিদর্শনে দমকল মন্ত্রী সুজিত বসু

হাসানুজ্জামান,মানুষের মতামত:২৪শে কথা দিয়েছিলেন আর ২৪শেই কথা রাখলেন। সন্দেশখালির মানুষের দাবি মেনে ৩০শে ডিসেম্বর মুখ্যমন্ত্রীর সন্দেশখালি সফর। আর সেই সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার দুপুরে রাজ‍্যের দমকল মন্ত্রী সুজিত বসু, উত্তর ২৪ পরগণার জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী,সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোরা সন্দেশখালি ২নং ব্লকের সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের কর্ণখালিতে মিশন মাঠ পরিদর্শন করে দেখেন এবং সারেন একটি প্রশাসনিক বৈঠক।

চলতি বছরের ২১শে মে বসিরহাট দক্ষিণ বিধানসভার মেরুদন্ডী সুইসগেট মাঠে লোকসভা ভোটের নির্বাচনী প্রচারে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন তিনি কথা দিয়েছিলেন এই লোকসভা ভোটে বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামক যদি জেতেন তাহলে সন্দেশখালিতে তিনি যাবেন।পরবর্তীতে বসিরহাট লোকসভা থেকে ৩ লক্ষ ৩৩ হাজার ৫৪৭ ভোটে তৃণমূল প্রার্থী জয় লাভ করে। আর তারপর ২০২৫ এর দোরগোড়ায় মমতার এই সন্দেশখালি সফর। মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি পরিদর্শন করতে এসে দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, “যারা জোরপূর্বক জমি দখল করেছিল সেই জমিগুলো উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে‌‌। আর যারা এখনো পাননি তাদের ধাপে ধাপে জমি ফেরত দেওয়া হবে। জেলা শাসক নিজেই এই বিষয়টি তদারকি করছেন।”

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *