NewsRecent News

পাঁচ রাজ্যে নিয়োগ নতুন রাজ্যপাল

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:মণিপুর ও প্রতিবেশী রাজ্য মিজোরামের জন্য নতুন রাজ্যপাল নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে উড়িষ্যা, বিহার ও কেরালাতেও রাজ্যপাল বদল করা হয়েছে।

পাঁচ রাজ্যের রাজ্যপাল বদল করে কেন্দ্রীয় সরকার। সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত মণিপুর ও মিজোরাম। কারণ দীর্ঘদিন ধরে অস্থিরতা ও সহিংসতার মধ্যে থাকা এই দুটি রাজ্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে মোদীর জোট সরকার।
প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে মণিপুরের রাজ্যপাল হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে রাজ্যপালের দায়িত্ব পালন করে আসা লক্ষ্মণ প্রসাদ আচার্যের জায়গায় ভাল্লাকে বসানোর মাধ্যমে কেন্দ্রীয় সরকার মণিপুরে নতুন কৌশল বাস্তবায়নের ইঙ্গিত দিচ্ছে।
এদিকে, অমিত শাহ’র ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই সরকারি কর্মকর্তা তার প্রশাসনিক দক্ষতার জন্য সুপরিচিত। রাজনৈতিক বিশ্লেষকেদের মতে, মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করার প্রস্তুতির অংশ হিসেবেই ভাল্লাকে নিয়োগ দিয়েছে কেন্দ্রী সরকার নিয়োগ।
মিজোরামেও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। মণিপুরের কুকি সম্প্রদায়ের সঙ্গে মিয়ানমারের চিন প্রদেশের অভিবাসীদের ঘনিষ্ঠ যোগাযোগ ও বিদ্রোহীদের কার্যক্রমে কেন্দ্রের দুশ্চিন্তা বেড়েছে। এমন পরিস্থিতিতে সাবেক সেনাপ্রধান ও বিজেপি নেতা ভি কে সিংকে মিজোরামের রাজ্যপাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মোদী সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ধারণা করা হচ্ছে, সামরিক অভিজ্ঞতার আলোকে মিজোরামের সীমান্ত পরিস্থিতি সামলাতে সক্ষম হবেন ভি কে সিং।
এদিকে, হরিবাবু কাম্ভামপতিকে নিয়োগ দেওয়া হয়েছে উড়িষ্যার রাজ্যপাল হিসেবে। আর উডিষ্যার রাজ্যপাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারকে। অন্যদিকে, কেরালার রাজ্যপাল আরিফ মুহাম্মদ খানকে বিহারের রাজ্যপাল করা হয়েছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *